সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের স্বপ্ন পূরণের ম্যাচ

ওড়িশার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। একটা পয়েন্ট পেলেই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে তারা পৌঁছে যাবে ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে।

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের স্বপ্ন পূরণের ম্যাচ

বাংলাদেশের ফুটবলে সব ট্রফিই জয় করেছে বসুন্ধরা কিংস। লিগ জয় করেছে টানা চারবার। দুবার করে জয় করেছে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ। দেশের ফুটবলে অপ্রতিদ্বন্দ্বী দল তারা। দেশের সব ট্রফি জয় করে এশিয়ান লেভেলে নিজেদের সুনাম ছড়িয়ে দিতে গত কয়েক বছর ধরেই চেষ্টা করছে দলটা। তবে এতদিন গ্রুপ পর্ব খেলেই বিদায় নিতে হয়েছে কিংসকে। অবশেষে গ্রুপের গন্ডি পেরিয়ে নকআউট পর্বের পথ খোলার দারুণ সম্ভাবনা জাগিয়েছে দলটি। আজ এএফসি কাপে ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতীয় ক্লাব ওড়িশার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। একটা পয়েন্ট পেলেই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে তারা পৌঁছে যাবে ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে।

ডি গ্রুপে ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। ৯ পয়েন্ট নিয়ে ওড়িশা দুই নম্বরে। মোহনবাগান ৭ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। মাজিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। মোহনবাগান ও মাজিয়ার কোনো সুযোগ নেই নকআউট পর্বে যাওয়ার। তবে কিংস এবং ওড়িশা দুই দলেরই সুযোগ আছে। ড্র হলেই অস্কারের দল খেলবে নকআউটে। অন্যদিকে ওড়িশার জয়ের বিকল্প নেই। সহজ সমীকরণ নিয়েই আজ মাঠে নামছে বসুন্ধরা কিংস। স্বপ্ন পূরণের এ ম্যাচে সফল হয়েই মাঠ ছাড়তে চায় দলটা।

বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের প্রতিপক্ষ বেশ শক্তিশালী। তারা মোহনবাগানকে হারিয়েছে গত ম্যাচে (৫-২)। ম্যাচটা বেশ কঠিন হবে। তবে আমরাও প্রস্তুত। দলের সব ফুটবলারই কঠোর পরিশ্রম করেছে। নিজেদের প্রস্তুত করেছে।’ কিংসের অধিনায়ক ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোর মুখেও আত্মবিশ্বাসের সুর। তিনি বলেন, ‘আমাদের সবার ফিটনেসই ভালো। কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছি।’ ড্র হলেই চলবে কিংসের। তবে জয়ের জন্যই লড়াই করবে অস্কার ব্রুজোনের শিষ্যরা। রবসন রবিনহো ইনজুরির কারণে গত কয়েকটা ম্যাচে খেলতে পারেননি। এএফসি কাপে কিংসের গত ম্যাচেও তিনি ছিলেন না। রবসনকে ছাড়াই মাজিয়াকে নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে কিংস। ব্রাজিলিয়ান তারকা এখন পূর্ণ ফিট। অনুশীলন করেছেন। খেলার জন্য প্রস্তুত। রবসন ফেরায় আগের চেয়ে আরও বেশি শক্তিশালী কিংস। বিশেষ করে আগের কয়েকটা ম্যাচে গোলের দারুণ সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি দলটা। রবসনের ফেরায় গোলের সম্ভাবনা অনেকটাই বাড়তে পারে।

এএফসি কাপে গত তিন মৌসুমে খেলেছে বসুন্ধরা কিংস। ২০২০ সালে প্রথম ম্যাচেই মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় কিংস। তবে সেই মৌসুমে করোনা মহামারির কারণে এএফসি কাপ বাতিল হয়ে যায়। পরের মৌসুমে মালদ্বীপে অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের সব ম্যাচ। সেবার এক ম্যাচ জয় করে এবং দুই ম্যাচ ড্র করে কিংস। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দুই নম্বরে থেকে বিদায় নেয় বসুন্ধরা। গত বছর কিংস দারুণ খেলা উপহার দেয়। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত ডি গ্রুপের খেলায় গতবার তিন ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট ছিল মোহনবাগানেরও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় মোহনবাগান নকআউট পর্বে খেলে। কিংস সমান পয়েন্ট পেয়েও বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। এবার আর কোনো বিকল্প রাখেনি কিংস। একটা পয়েন্ট পেলেই প্রথমবারের মতো এএফসি কাপে নকআউট পর্বে পৌঁছে যাবে অস্কার ব্রুজোনের দল। এএফসি কাপে বাংলাদেশের ক্লাব আবাহনী ইন্টার জোন সেমিফাইনালে খেলেছে। ২০১৯ সালে তারা গ্রুপ পর্ব পাড়ি দেয়। তবে নকআউট পর্বে উত্তর কোরিয়ার এপ্রিল ২৫ ক্লাবের কাছে হেরে বিদায় নেয়।

ফুটবলে এখন স্বস্তির হাওয়া বইছে। ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে জাতীয় দল অসাধারণ খেলছে। বসুন্ধরা কিংসও এএফসি কাপে ঘরের মাঠে টানা তিন জয় পেয়ে রেকর্ড গড়েছে। ওড়িশায় আজ খেলবেন রবসনরা। ম্যাচে চোখ পড়ে থাকবে বাংলাদেশের ফুটবলপ্রেমিদের। কিংসের পরবর্তী রাউন্ডে যাওয়াটা দেশের ফুটবলের জন্য গর্বের। কিংস শুরু থেকে ফুটবল উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এখন আন্তর্জাতিক ফুটবলে সাফল্য এলে তারা আরও উজ্জ্বীবিত হয়ে উঠবে। এতে দেশের ফুটবলও নতুনভাবে জেগে উঠবে। আজ রাতে কী ঘটবে সেটাই এখন অপেক্ষা।

সর্বশেষ খবর