সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুই ধাপে নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

দুই ধাপে নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সিলেটে ১৫০ রানের জয়ের পর স্বপ্নের ভিত জোড়ালো হয়েছিল। মিরপুরে চালকের আসনে বসে থেকেও শেষ পর্যন্ত জিততে পারেনি। যদি জিতে যেত, তাহলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতত বাংলাদেশ। তারপরও সিরিজ ড্রয়ের আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে টাইগাররা ৩টি করে টি-২০ ও ওয়ানডে খেলবে। তাসমান পাড়ের দেশটিতে দুই ধাপে যাচ্ছে নাজমুল বাহিনী। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান-পাপন না থাকায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। যারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি, সেই ১১ ক্রিকেটার- মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তানভির ইসলামরা এর মধ্যেই ঢাকা ছেড়েছেন। টেস্ট খেলে আজ ঢাকা ছাড়বেন অধিনায়ক নাজমুল, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলামরা। টাইগাররা প্রথমে খেলবে ওয়ানডে সিরিজ ও পরে টি-২০। ওয়ানডে তিনটি হবে ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে ডুনেডিন, নেলসন ও নেপিয়ারে এবং টি-২০ ম্যাচ তিনটি হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুইয়ে।

নিউজিল্যান্ড সফরে টাইগাররা সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ২০২১ সালে। হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। ২০১৭ সালে কার্ডিফে জয়ের পরের ১১ ম্যাচে টানা ১০টি হেরেছে বাংলাদেশ। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে এখন পর্যন্ত ৪২ ওয়ানডে খেলে টাইগাররা জিতেছে ১০টি এবং ৩১ ম্যাচে। তাসমান পাড়ের দেশটির বিরুদ্ধে ১৭টি টি-২০ খেলে জয় সাকুল্যে ৩টি। দেশটির মাটিতে কোনো জয় নেই। টানা ১০ হারের পর ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে প্রথম জয় পায় মিরপুরে টি-২০ বিশ্বকাপের আগে।

 

ওয়ানডে স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান সাকিব, আনামুর হক বিজয়, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান তামিম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।

 

টি-২০ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও তানভির ইসলাম।

সর্বশেষ খবর