সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বায়ার্নকে নিয়ে ফ্রাঙ্কফুটের ছেলেখেলা

বায়ার্নকে নিয়ে ফ্রাঙ্কফুটের ছেলেখেলা

বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ দলকে নিয়ে ছেলেখেলা খেলতেই পারে। ফুটবলে এমন ঘটনা অনেকবার ঘটেছে। তবে বায়ার্নকে নিয়ে কেউ যদি ছেলেখেলা বা গোল উৎসবে মেতে উঠে তা বিস্ময়করই বলা যায়। হ্যাঁ, জার্মান জায়ান্ট শোচনীয় হারের লজ্জা পেয়েছে। গতকাল বুন্দেস লিগায় ট্রাক্ট ফ্রাঙ্কফুট ৫-১ গোলে পরাজিত করেছে বায়ার্নকে। ১২ ম্যাচে অপরাজিত থাকার পর বায়ার্ন শুধু মৌসুমে প্রথম হারের লজ্জা দেখেনি, ৪৮ বছরের পুরনো স্মৃতিতেও ফিরে গেছে। ১৯৭৫ সালে বায়ার্নকে ৬-০ গোলে হারানোর পথে প্রথমার্ধেই ৫ গোল করেছিল ফ্রাঙ্কফুট। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনল ৬০ মিনিটে ৫ গোল করে। গত ৪৮ বছরে লিগে আর কোনো দল বায়ার্নকে এত কম সময়ের মধ্যে ৫ গোল দিতে পারেনি।

ফ্রাঙ্কফুটের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ১-৩ গোলে পিছিয়ে ছিল বায়ার্ন। ১২ মিনিটে গোলের সূচনা করেন ওমর মারমোশ, ৩১ মিনিটে জুনিয়র দিয়া এবং ৩৬ মিনিটে হুগো লারসন ব্যবধান ৩-০ করেন। ৪৪ মিনিটে অবশ্য বায়ার্নের ইয়োগুয়াকিমিখ একটি গোল শোধ করেন। ৫০ মিনিটে ফ্রাঙ্কফুটের জুনিয়র দিয়া দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন। ৬০ মিনিটে আনসগার নাউফ জালে বল পাঠালে বায়ার্নকে বড় লজ্জা উপহার দেয়।

সর্বশেষ খবর