সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

১৫ বছর পর ইংলিশদের সিরিজ হারাল উইন্ডিজ

১৫ বছর পর ইংলিশদের সিরিজ হারাল উইন্ডিজ

নর্থ সাউন্ডে প্রথম ওয়ানডে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়টি ৬ উইকেটে জিতে সিরিজে সমতা আনে ইংল্যান্ড। ব্রিজটাউনের ম্যাচটির সমীকরণ দাঁড়ায় সিরিজ নির্ধারণীতে। বৃষ্টি¯œাত ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ ডিএল মেথডে ৪ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে। এতে ২০০৮ সালের পর প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতল ক্যারিবীয়রা। এ ছাড়া ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল ২৫ বছর পর। ক্যারিবীয়দের সিরিজ জয়ের নায়ক ২১ বছর বয়স্ক সিমিং অলরাউন্ডার ম্যার্থ ফোর্ড। পরশু ফোর্ডের অভিষেক হয়। প্রথমে বোলিং করে ২১ রানের খরচে নেন ৩ উইকেট। এরপর ব্যাট হাতে প্রয়োজনীয় ১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। অবশ্য শেফার্ডের অপরাজিত ৪১ রানের ইনিংসটি দলকে জয়ী করে। ফোর্ডের আন্তর্জাতিক অভিষেক দেখতে মাঠে বসে খেলা দেখেন তার বাবা, মা ও পরিজন। বৃষ্টি¯œাত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান করে ইংল্যান্ড। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। পরে ওয়েস্ট ইন্ডিজকে টার্গেট দেওয়া হয় ৩৪ ওভারে ১৮৮ রান। ১৬ বল হাতে রেখে জয়ের প্রয়োজনীয় ১৯১ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১৩ ডিসেম্বর শুরু হবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ।

সর্বশেষ খবর