সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিকেএসপিকে এক বছর নিষিদ্ধ করল বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ফুটবল দলকে এক বছর নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী এক বছর বাফুফের আওতাধীন কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না বিকেএসপি। দ্বিতীয় বিভাগ লিগে খেলোয়াড়দের তথ্য গোপন করায় এ শাস্তি দিয়েছে বাফুফে। এ মৌসুমে তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় চকবাজার কিংস। বিকেএসপি তিন ফুটবলার এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কিন্তু তিন ফুটবলারই নাম পরিবর্তন করে অন্য নামে খেলেন। এরপর দ্বিতীয় বিভাগে লিগে বিকেএসপির হয়ে সেই তিনজনকে নিবন্ধন করানো হয়। দুই লিগে দুই পরিচয়ে খেলার বিষয়টি বাফুফের নজরে আসে। বিকেএসপির কোচ রবিউল ইসলাম এসব অপকর্মে জড়িত রয়েছে বলে বাফুফে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। চকবাজার কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। তারই মাধ্যমে খেলোয়াড়রা চকবাজারে নাম লেখান। দ্বিতীয় বিভাগ মাঠে গড়ানোর আগে বিকেএসপিকে এ ব্যাপারে সতর্ক করা হয়। এরপরও তৃতীয় বিভাগ লিগে খেলা অন্য একজনকে দ্বিতীয় বিভাগেও খেলায় বিকেএসপি। আরামবাগ ফুটবল ক্লাব এ নিয়ে বাফুফের কাছে লিখিত অভিযোগ করে। সংশ্লিষ্ট কোচ, খেলোয়াড় ও বিকেএসপি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ডিসিপ্লিন কমিটি। এতে দ্বিতীয় বিভাগে পরবর্তী ম্যাচ থেকে খেলতে পারবে না বিকেএসপি। এ ছাড়া বাফুফের কোনো টুর্নামেন্টও খেলতে পারবে না। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানাও দিতে হবে। বিকেএসপির সিনিয়র কোচ শাহীনুল হক এবং রবিউল ইসলামকেও এক বছর নিষিদ্ধ করা হয়েছে। নাম পরিবর্তনকারী চার খেলোয়াড়কে পরবর্তী ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে বাফুফে।

সর্বশেষ খবর