বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাকিব লম্বা সময়ের জন্য অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

সাকিব লম্বা সময়ের জন্য অধিনায়ক

টেস্ট ও টি-২০-এর পর ওয়ানডে ক্রিকেটের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে সাকিব আল হাসানের ওপর। কিন্তু বিশ্বকাপের আগে টি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বসেরা অলরাউন্ডার বলেছিলেন, বিশ্বকাপের পরে তিনি আর অধিনায়ক থাকবেন না।

লম্বা সময়ের জন্য নেতৃত্ব পাচ্ছেন কে? এখানে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের নাম চলে আসে। কিন্তু বিসিবি ক্রিকেট অপারেসন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, লম্বা সময়ের কথা চিন্তা করেই সাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে। এখনো সে সব সংস্করণের অধিনায়ক। সাকিব ফিরলে আমরা ধরে নিচ্ছি সে-ই অধিনায়ক। এখন সামনে সে অধিনায়ক থাকবে কি থাকবে না, এরকম কোনো প্রশ্ন ওঠেনি। সে জানে সে এখনো অধিনায়ক। আমরাও তাকে চাই। এরই মধ্যে তাকে সেই দায়িত্ব দিয়ে রেখেছি।’

‘সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে। এখনো সে সব সংস্করণের অধিনায়ক।’
ইনজুরির কারণে সাকিব বিশ্বকাপের সব শেষ ম্যাচ খেলতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ড সফরেও অধিনায়ক শান্ত। তাই গুঞ্জন উঠেছিল শান্তকে লম্বা সময়ের জন্য অধিনায়ক হিসেবে চিন্তা করা হচ্ছে না। তবে এ বিষয়টি উড়িয়ে দিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘এখানে আসলে (অধিনায়কত্ব নিয়ে) নতুন করে ভাবনার কিছু আসে না। সে (সাকিব) এখনো আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকে দায়িত্ব দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে, সামনের দুইটা সিরিজ আছে, যেটা নিউজিল্যান্ড সিরিজ, সেজন্য তাকে অধিনায়কত্ব দিয়েছি।’

সাকিব এরই মধ্যে রাজনীতিতে নেমে পড়েছেন। বয়সও ৩৬ হয়ে গেছে। ক্রিকেটে আর সেভাবে ফিরবেন কি না, বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে এটা সাকিব নিজেই পরিষ্কার করে দিয়েছেন। তিনি জাতীয় দলে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য ফ্রাঞ্চাইজি লিগে আর খেলবেন না বলেও জানিয়েছেন।

এ সম্পর্কে জালাল ইউনুস বলেন, ‘ওর (সাকিব) কথা মিডিয়াতে দেখেছি। এটা আনন্দের ব্যাপার। এখন সে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে দেশের ক্রিকেটের ওপর বেশি মনোযোগ দেবে। এটা আমাদের জন্য বড় একটা স্বস্তির খবর। আমরা চাই, যতগুলো সংস্করণ আছে, সে আমাদের দেশের জন্য খেলুক। এটা আমাদের কামনা।’

তবে সাকিবের পরে অধিনায়ক হিসেবে শান্ত ও মিরাজের কথা ভাবছে বিসিবি। জালাল বলেন, ‘একটা সময় তো আসবে যে, সাকিব আর খেলবে না। হয়তো কোনো সংস্করণ থেকে সরে যাবে। তখন আমাদের হাতে অধিনায়ক হওয়ার মতো শান্ত-মিরাজ আছে। আমাদের (বোর্ডের) কাছে মনে হয়, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো সামর্থ্য দুজনেরই আছে।’

সর্বশেষ খবর