বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মিরপুরের পিচ ‘সন্তোষজনক’ নয়

ডিমেরিট পয়েন্ট পেল শের-ই-বাংলা স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরের পিচ ‘সন্তোষজনক’ নয়

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের পিচ ‘সন্তোষজনক’ নয়। ম্যাচ রেফারির প্রতিবেদনের ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। ম্যাচ রেফারি ডেভিড বুন তার প্রতিবেদনে লিখেছেন, মিরপুরের উইকেট তার কাছে ‘অপ্রস্তুত’ ছিল বলে মনে হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিমেরিট পয়েন্টের বিষয়টি জানিয়েছে আইসিসি। তবে সাজার বিরুদ্ধে আপিল করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৪ দিনের মধ্যে এই আপিল করতে হবে।

ম্যাচ রেফারির প্রতিবেদনে বুন লিখেছেন, ‘মাঠের আউটফিল্ড খুবই ভালো ছিল এবং বৃষ্টিতেও দারুণ ছিল। তবে উইকেট দেখে মনে হয়েছে, এটা হয়তো আন্ডার-প্রিপেয়ার্ড ছিল। যথেষ্ট শক্ত ছিল না এটা এবং প্রথম দিনেও ঘাসের আচ্ছাদন ছিল না।’

‘প্রথম সেশন থেকে ম্যাচের পরের সময়টায় বাউন্স ছিল অধারাবাহিক। অনেক ডেলিভারিতেই বল পিচ থেকে লাফিয়ে উঠেছে। ব্যাটাররা ফরোয়ার্ড খেলার সময় স্পিনারদের ডেলিভারিও ব্যাটারদের কাঁধের ওপর দিয়ে লাফিয়ে গেছে এবং কখনো কখনো খুব নিচু হয়ে গেছে।’

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টের পর ডিমেরিট পয়েন্ট পেয়েছিল মিরপুর। ডিমেরিট পয়েন্টের মেয়াদ থাকে ৫ বছর। তবে এই সময়ের মধ্যে কোনো ভেন্যু ৬টি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য নিষিদ্ধ হয়। আর ১২ ডিমেরিট পয়েন্ট পেলে দুই বছরের জন্য নিষিদ্ধ হবে।

আগের ডিমেরিট পয়েন্টের ৫ বছর শেষ হয়ে গেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। তা সেটি আর নতুন হিসেবে থাকছে না।

সর্বশেষ খবর