বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এএফসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন!

ক্রীড়া প্রতিবেদক

এএফসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন!

এশিয়ান ফুটবল ফেডারেশনের-এএফসি কাপের নামে ফেসবুক পেজ রয়েছে। এখানে এএফসি কাপের প্রতি ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ ভিডিওর মাধ্যমে প্রকাশ করে। পেজে সোমবার অনুষ্ঠিত বসুন্ধরা কিংস-ওড়িশা নিয়ে একটি পোস্ট হলে সেখানে ম্যাচের হাইলাইটস ভিডিও নেই। অন্য ম্যাচগুলোর ভিডিও ঠিকই রয়েছে। রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে ম্যাচ হেরে কিংস বিদায় নিয়েছে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা স্বাভাবিকভাবেই এতে ক্ষুব্ধ। এএফসি কাপে পেজে ম্যাচের পোস্টে রেফারিকে নিয়ে নানা মন্তব্য করেছে। অন্য দেশের ফুটপ্রেমীরাও ক্ষুব্ধ। এশিয়ান ফুটবল ফেডারেশন-এএফসি কাপ ফেসবুক পেজ ছাড়াও ইউটিউব এশিয়ান হাব একটি চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে ম্যাচের হাইলাইটস থাকলেও লাল দেখানোর অংশ নেই। অথচ এটিই ছিল ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফেসবুক পেজে নেই ভিডিও আর ইউটিউবে নেই লাল কার্ডের অংশ। কেন এমন হলো এ নিয়ে এএফসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ খবর