বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শিবলির সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়

ক্রীড়া প্রতিবেদক

গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের শিরোপা জয়ের টার্গেটে বাংলাদেশের যুবারা এখন ‘মরু রাজ্য’ সংযুক্ত আরব আমিরাতে। দুবাই আইসিসি ভেন্যুতে যুব এশিয়া কাপে বাংলাদেশ এখন অপরাজিত দল। গতকাল ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে। টানা তিন জয়ে টাইগার যুবারা এখন গ্রুপ চ্যাম্পিয়ন। ৫৫ বল হাতে রেখে জয়ের নায়ক ওপেনার আশিকুর রহমান শিবলি। খেলেছেন ম্যাচ জেতানো ১১৬ রানের অপরাজিত ইনিংস। গ্রুপ রানার্সআপ হয়েছে আমিরাত। স্বাগতিকরা বাংলাদেশের কাছে ১৬ রানে হারের পরের দুটি ম্যাচ টানা জিতেছে। শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি গতকাল ১০৭ রানের পাহাড়সমান ব্যবধানে হারিয়েছে জাপানকে। ১৫ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এবং একই দিন দ্বিতীয় সেমিফাইনালে খেলবে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত। ফাইনাল ১৭ ডিসেম্বর।

টস জিতে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ফিল্ডিং নেন। ব্যাটিংয়ে নেমে লঙ্কান যুবারা খুব বেশি সুবিধা করতে পারেনি। যদিও ওপেনিং জুটিতে ৩৭ রানের ভিত দেয়। কিন্তু ব্যক্তিগত কোনো পঞ্চাশোর্ধ্ব ইনিংস না থাকায় বড় স্কোর গড়তে পারেনি। ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৯ রান করে লঙ্কান যুবারা। সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার পুলিন্দু পেরেরা। ২৯ বলের ইনিংসে ছিল ৪টি চার। এ ছাড়া অধিনায়ক সিনেথ জয়াবর্ধনা ২৫, ভিশা লাহিরু ২৫, রুভিন গামাগে ২৪ রান করেন। টাইগার যুবাদের পক্ষে লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী ৩ উইকেট নেন ৩২ রানের খরচে। এ ছাড়া অধিনায়ক রাব্বি ৪০ রানের খরচে নেন ২ উইকেট।

টার্গেট ২০০ রান। খেলতে নেমে ১ রানে সাজঘরে ফিরে যান টাইগার যুবা ওপেনার জিশান। দ্বিতীয় উইকেট জুটিতে আশিক ও চৌধুরী মো. রিজওয়ান ১৫.২ ওভারে ৭৪ রান যোগ করেন। রিজওয়ান ৩২ রানে ফেরেন সাজঘরে। তৃতীয় উইকেট জুটিতে আরিফকে নিয়ে ১৪.২ ওভারে ৫৭ রান যোগ করেন আশিক। আরিফ আউট হন ১৮ রানে। চতুর্থ উইকেট জুটিতে আশিক ও আহার আমিন ৬০ রান যোগ করেন মাত্র ৪৯ বলে। আমিন ২৩ বলে ২৩ রান করেন ১ চার ও ১ ছক্কায়। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে দলকে জিতিয়েছেন আশিকুর রহমান শিবলি। ১১৬ রানের ম্যাচ জেতানো ইনিংসটি খেলেন ১৩০ বলে ১১ চার ও ২ ছক্কায়। গ্রুপ পর্বের আগের দুই ম্যাচেও দারুণ ব্যাটিং করেছেন আশিক। জাপানের সঙ্গে ৯ উইকেটে জেতানো ম্যাচে অপরাজিত ছিলেন ৫৫ রানে। এ ছাড়া আমিরাতের বিরুদ্ধে ৬১ রানে জেতানো ম্যাচে খেলেছিলেন ৭১ রানের ইনিংস। টাইগার যুবাদের মধ্যে আশিকই একমাত্র ধারাবাহিক পারফরমার। ৩ ম্যাচে এরই মধ্যে রান করেছেন ২৪২ গড়ে ২৪২ রান। আরেক ম্যাচে ৩ হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রান করে। জবাবে জাপান ৪ উইকেটে ২১৩ রান করে।  

 

 

 

সর্বশেষ খবর