বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিউজিল্যান্ডে শান্তদের প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে নাজমুল হোসেন শান্তরা এখন নিউজিল্যান্ডে। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা। নাজমুল বাহিনী শুরুতে খেলবে ওয়ানডে সিরিজ। এরপর খেলবে টি-২০ সিরিজ। ওয়ানডে সিরিজের আগে আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে। খেলাটি হবে লিঙ্কন মাঠে। প্রস্তুতিমূলক ওয়ানডেতে প্রায় সব টাইগার ক্রিকেটারই খেলতে পারবেন। নিউজিল্যান্ড সফরে টাইগারদের প্রথম ওয়ানডে ১৭ ডিসেম্বর ডুনেডিনে। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২০ ডিসেম্বর নেলসন ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে। টি-২০ ম্যাচ তিনটি ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে নেপিয়ার ও  মাউন্ট মঙ্গানুইয়ে। বিশ্বকাপের আগে ব্ল্যাক ক্যাপসরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গিয়েছিল মিরপুরে। সিরিজও জিতেছিল। নিউজিল্যান্ড সফরে টাইগাররা সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ২০২১ সালে। হোয়াইটওয়াশ হয়েছিল। ২০১৭ সালে কার্ডিফে জয়ের পরের ১১ ম্যাচে টানা ১০টি হেরেছে বাংলাদেশ। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে এখন পর্যন্ত ৪২ ওয়ানডে খেলে টাইগাররা জিতেছে ১০টি এবং হার ৩১ ম্যাচে। তাসমান পাড়ের দেশটির বিরুদ্ধে ১৭ টি-২০ খেলে জয় সাকুল্যে ৩টি। দেশটির মাটিতে কিউইদের বিরুদ্ধে টেস্ট ছাড়া ওয়ানডে ও টি-২০তে কোনো জয় নেই। ওয়ানডেতে দেশটির মাটিতে একমাত্র জয় ২০১৫ সালের বিশ্বকাপে। নেলসনে স্কটল্যান্ডকে হারিয়েছিল। এবার স্বাগতিকদের হারাতে চায় নাজমুল বাহিনী। টি-২০তে জয় নেই। টানা ১০ হারের পর ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে প্রথম জয় পায় মিরপুরে টি-২০ বিশ্বকাপের আগে। সেবার টি-২০ সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে।

 

সর্বশেষ খবর