শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচ

ব্যাটে বলে দুরন্ত রিশাদ

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটে বলে দুরন্ত রিশাদ

রিশাদ হাসান দলভুক্ত হয়েছেন লেগ স্পিনার হিসেবে। প্রয়োজনে ব্যাটিংটাও ভালো করেন, গতকাল লিংকনে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সেটাই প্রমাণ দিয়েছেন। ৭ নম্বরে ঝোড়ো ব্যাটিং করে আশ্বস্ত করেছেন টিম ম্যানেজমেন্টকে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেপিয়ারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে বাংলাদেশ। ওয়ানডে খেলতে নামার আগে লিংকনের বার্ট সাটকিল্প ওভালে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ২৬ রানের জয়ে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দেখে নিয়েছেন তার একাদশ। রিশাদ ৭ নম্বরে নেমে ৮৭ রান করেছেন মাত্র ৫৪ বলে ১১ চার ও ৪ ছক্কায়। শুধু রিশাদ নন, হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন তানজিম তামিম, লিটন দাস ও সৌম্য সরকার। ৪ হাফসেঞ্চুরিতে ৪৯.৫ ওভারে অলআউট ৩৩৪ রানে। জবাবে অকেশনাল স্পিনার আফিফ হোসেন ও রিশাদ হোসেনের ঘূর্ণিতে ৪৯.২ ওভারে ৩০৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড একাদশ। রিশাদ ও আফিফ উভয়েই ৩টি করে উইকেট নেন এবং ফাস্ট বোলার হাসান মাহমুদ ২ উইকেট নেন। তবে ম্যাচে খেলেননি অধিনায়ক নাজমুল শান্ত, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম। এ চার ক্রিকেটার না খেলার কারণ, বিশ্রামে ছিলেন তারা। টেস্ট খেলে পরদিন নিউজিল্যান্ডে এরা দলের সঙ্গে যোগ দেন। যারা খেলেছেন তারা সবাই প্রথমভাবে তাসমান পারের দেশটিতে গেছেন। ম্যাচে টস হয়নি। বাংলাদেশকে ব্যাট করার সুযোগ দেন প্রতিপক্ষ অধিনায়ক। টাইগার দুই ওপেনার তানজিদ ও এনামুল বিজয় ৭.১ ওভারে ৪৭ রানের ভিত দেন। এনামুল ৩৩ রান করেন ২৬ বলে ৪ চার ও ১ ছক্কায়। দ্বিতীয় উইকেট জুটিতে তানজিদ ও সৌম্য যোগ করেন ১২.৩ ওভারে ১০১ রান। দুজনেই হাফসেঞ্চুরি করেন। তানজিদ ৫৮ রান করেন ৫ চার ও ৪ ছক্কায়। সৌম্য ৫৯ রান করেন ৫৬ বলে ৭ চার ও ১ ছক্কায়। সৌম্যকে দলে নেওয়ার পর সমালোচনা হয়েছে। তার জবাব দিয়েছেন হাফসেঞ্চুরির ইনিংস খেলে। ৪ নম্বরে ব্যাটিং করেন লিটন। ৫৫ রান করেন ৬৩ বলে ৫ চার ও ১ ছক্কায়। তৌহিদ হৃদয় সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। ৩৩৫ রানের টার্গেটে নিউজিল্যান্ড একাদশ সংগ্রহ করে ৩০৮ রান।

স্বাগতিকদের ইনিংসে ছিল ২টি হাফসেঞ্চুরি। অধিনায়ক ভরত পপলি ৯২ রান করেন ৯০ বলে ১৩ চারে। সন্দ্বীপ প্যাটেল ৮৯ রান করেন ৭৭ বলে ১১ চার ও ২ ছক্কায়। টাইগারদের পক্ষে হাসান মাহমুদ ৩৬ রানে ২, রিশাদ ৫২ রানে ৩ ও আফিফ ২৬ রানে ৩ উইকেট নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর