শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
পার্থ টেস্ট

ডেভিড ওয়ার্নার ১৬৪

ক্রীড়া ডেস্ক

ডেভিড ওয়ার্নার ১৬৪

অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে দারুণ পারফরম্যান্স ছিল ডেভিড ওয়ার্নারের। বিশ্বকাপ জিতেই ওয়ানডেকে বিদায় বলেছেন। অস্ট্রেলিয়া ষষ্ঠ বিশ্বকাপ জিতেছে। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে টেস্টকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন। বাঁহাতি ওপেনারকে টেস্ট সিরিজে রাখায় সমালোচনা করেন মিচেল জনসন। এ নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। ওয়ার্নার সমালোচনার জবাব দিয়েছেন সেঞ্চুরি করে। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে পার্থ টেস্টের প্রথম দিনে খেলেছেন ১৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস। ক্যারিয়ারের এটা ২৬তম সেঞ্চুরি। তিন অঙ্কের জাদুকরী ইনিংসটি খেলেছেন ২১১ বলে ১৬ চার ও ৪ ছক্কায়। তার সেঞ্চুরিতে প্রথম দিন ৮৪ ওভারে ৫ উইকেটে ৩৪৬ রান করেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে এটা তার পঞ্চম সেঞ্চুরি। সব মিলিয়ে ক্যারিয়ারে এখন তার রান ৮৬৫১।

 

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ৩৪৬/৫,৮৪ ওভার (ডেভিড ওয়ার্নার ১৬৪, উসমান খাওয়াজা ৪১, মারনাস লাবুশেন ১৬, স্টিভ স্মিথ ৩১, ট্রাভিস হেড ৪০, মিচেল মার্শ ১৫*, অ্যালেক্স কেয়ারি ১৪*। আফ্রিদি ১৯-৫-৭৫-১, শাহজাদ ১৭-৫-৬২-১, জামাল ১২-০-৬৩-২, ফাহিম ১৪-০-৬৫-১, সালমান ২২-২-৭০-০)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর