শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ড্র করেও নকআউটে পিএসজি

ড্র করেও নকআউটে পিএসজি

ভালো খেললেই হয় না, ফুটবলে ভাগ্যের ওপর নির্ভর করতে হয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় জায়গা পেতে ফরাসি জায়ান্ট পিএসজির জয় ছাড়া বিকল্প ছিল না। জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩ পয়েন্টই দরকার ছিল এমবাপ্পেদের। অথচ ১-১ গোলে ড্র করেও নকআউটে টিকে গেল পিএসজি। বুধবারের ম্যাচে পিএসজির টিকে থাকা নিয়ে সমীকরণের শেষ ছিল না। নিউক্যাসল যদি আরেক ম্যাচে এসি মিলানকে হারাতে পারত তাহলে বিদায়ঘণ্টা বেজে যেত পিএসজির। নিউক্যাসল এগিয়ে থেকেও ১-২ গোলে হেরে যাওয়ায় ভাগ্য খুলে যায় ফরাসি জায়ান্টদের। ৫১ মিনিটে কারিম গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে রাখেন। ৫ মিনিটে পরই ম্যাচে সমতা ফেরান ওয়ারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর