শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডানেডিনে প্রথম ওয়ানডে কাল

ক্রীড়া প্রতিবেদক

ডানেডিনে প্রথম ওয়ানডে কাল

দুই টেস্ট ম্যাচ সিরিজ শেষ করেই বাংলাদেশ উড়ে গেছে নিউজিল্যান্ড। তাসমান পাড়ের দেশটিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-২০। আগামীকাল শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। প্রস্তুত নাজমুল বাহিনী। বাংলাদেশে টেস্ট সিরিজ খেলে নিউজিল্যান্ডও এখন ঘরের মাঠে। ক্লান্তি দূর করার আগেই টম লাথামের নেতৃত্বে মাঠে নামছে স্বাগতিকরা। স্বাগতিকদের মতোই ক্লান্ত নাজমুলরা। তার ওপর দলে নেই চার সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, তাসকিন আহমেদরা। ডানেডিনে দুই দলের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ। সিরিজের বাকি দুটি ম্যাচ ২০ ডিসেম্বর নেলসন ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে বিশ্বকাপ ক্রিকেটে। চেন্নাইয়ের ম্যাচে ২৪০ রান করেও হেরেছির ৮ উইকেটে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা এবং হেরেছিল ২-০ ব্যবধানে। নিউজিল্যান্ডের মাটিতে টাইগাররা সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ২০২১ সালে। হেরেছিল ৩-০ ব্যবধানে। নিউজিল্যান্ডের মাটিতে একমাত্র টেস্ট ছাড়া ওয়ানডে ও টি-২০ জেতেনি বাংলাদেশ। এবার নাজমুলরা স্বপ্ন দেখছেন সেই ব্যর্থতার খোলস ছেড়ে বেরোনোর। ডানেডিন ইউনিভার্সিটি ওভালে এখন পর্যন্ত ওয়ানডে হয়েছে ১১টি। বাংলাদেশ খেলেছে তিনটি। সবকটিই হেরেছে। ২০২১ সালের সর্বশেষ সিরিজে খেলেছিল দুই দল। সেই ম্যাচে টাইগাররা হেরেছিল ট্রেন্ট বুল্টের বিধ্বংসী বোলিংয়ে। বুল্টের সুইং ও গতিতে নাজেহাল হয়ে ১৩১ রান করেছিল টাইগাররা। বুল্টের বিধ্বংসী স্পেল ছিল ৮.৫-০-২৭-৪। ১৭২ বল হাতে রেখে জিতেছিল ব্ল্যাক ক্যাপসরা। ডানেডিনে এর আগে প্রথমবার মুখোমুখি হয়েছিল ২০১০ সালে। ওই ম্যাচটিতেই যা একটু প্রতিদ্বন্দ্বিতা করেছিল টাইগাররা। মুশফিকুর রহিমের লড়াকু ৮৬ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড ২২.৩ ওভার হাতে রেখে জিতেছিল ৫ উইকেটে। ২০১৯ সালে দ্বিতীয়বার নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করেছিল। জবাবে টাইগাররা ইনিংস শেষ করেছিল সাব্বির রহমানের সেঞ্চুরিতে ২৪২ রানে।

 

 

সর্বশেষ খবর