রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিলেন না মুর্শিদারা

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিলেন না মুর্শিদারা

মুর্শিদা খাতুনের ক্যারিশমেটিক ব্যাটিংয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল সর্বোচ্চ রান সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে। নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৫০ রান করে লাল-সবুজরা। এর আগে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ রান ছিল ২৩৪ পাকিস্তানের বিরুদ্ধে। গতকাল ইস্ট লন্ডনে ইতিহাস গড়লেন বাংলার মেয়েরা। ১০০ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুর্শিদা। তার ইনিংসে ছিল ১২টি চারের মার। বাংলাদেশের শুরুটাই ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে শামীমা সুলতানা ও ফারজানা হক মিলে ৬৬ রান করেন। এরপর ওয়ানডাউনে নেমে দাপুটে ব্যাটিং করে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন মুর্শিদা। পরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৬.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে গেলে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১১৯  রানে জিতে যায়।

সর্বশেষ খবর