রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে পার্থ টেস্ট

পাকিস্তানের সামনে রানের পাহাড়

ক্রীড়া ডেস্ক

পার্থ টেস্টের নিয়ন্ত্রণ পুরোপুরিই নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ৩০০ রানের লিড নিয়েছে। প্রথম ইনিংসে স্বাগতিকরা ৪৮৭ রান করে। জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে করে ২৭১ রান। ফলোঅনে পড়লেও পাকিস্তানকে ব্যাটিংয়ে না পাঠিয়ে অস্ট্রেলিয়া নিজেরাই উইকেটে নামে। দিন শেষে অসিরা ২ উইকেটে ৮৪ রান সংগ্রহ করে।

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি (১৬৪) এবং মিচেল মার্শের (৯০) দুরন্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ৪৮৭ রান করে প্রথম ইনিংসে। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করলেও শেষ দিকে আর টিকতে পারেনি। অস্ট্রেলিয়ার বোলাররা একে একে পাকিস্তানি ব্যাটারদের শিকার করেন। নাথান লায়ন ৩টি, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ২টি করে এবং হ্যাজলউড, মার্শ ও ট্রেভিস ১টি করে উইকেট নেন। আবদুল্লাহ শফিকের ৪২ এবং ইমাম উল হকের ৬২ রানই ছিল ইনিংসের ব্যাটিং। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ করেন তৃতীয় সর্বোচ্চ ৩০ রান। অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান করে। উসমান খাজা ৩৪ এবং স্টিভ স্মিথ ৪৩ রানে উইকেটে টিকে আছেন। ওয়ার্নার শূন্য (০) রানে এবং লাবুশেন ২ রানে আউট হয়েছেন। দুটি উইকেটই শিকার করেন পাকিস্তানের খুররম শাহজাদ। তৃতীয় দিন শেষেই ৩০০ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। আজ আর ১০০ রান করলেও ৪০০ রানের পাহাড় থাকবে পাকিস্তানের সামনে। পার্থ টেস্ট পুরোপুরিই অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে ধরে নেওয়া যায়।

 

 

সর্বশেষ খবর