রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতের মেয়েদের রেকর্ড গড়া জয়

ক্রীড়া ডেস্ক

মেয়েদের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানে জয়ের নতুন রেকর্ড গড়ল ভারত। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টের তৃতীয় দিনেই ৩৪৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। এর আগে মেয়েদের টেস্ট ক্রিকেটে রানে জয়ের ক্ষেত্রে রেকর্ড ছিল শ্রীলঙ্কার দখলে। ১৯৯৮ সালে ৩০৯ রানে পাকিস্তানকে হারিয়েছিলেন শ্রীলঙ্কার মেয়েরা। অবশ্য ইনিংসে জয়ের ক্ষেত্রে রেকর্ডটা ইংল্যান্ডের। মুম্বাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ভারত ৪২৮ রান করে। দলের পক্ষে কেউ সেঞ্চুরি না করলেও পাঁচজন হাফ সেঞ্চুরি করেন। শোভা ৬৯, জেমিমাহ ৬৮, ইয়াস্তিকা ৬৬ ও দীপ্তি ৬৭ রান করেন। জবাবে ইংলিশ মেয়েরা নিজেদের প্রথম ইনিংসে ১৩৬ রানে অলআউট হন। ভারতের পক্ষে দীপ্তি শর্মা ৫টি উইকেট শিকার করেন। এ ছাড়াও স্নেহ রানা ২টি এবং রেনুকা ও পূজা ১টি করে উইকেট শিকার করেন। ভারতের মেয়েরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান করে ইনিংস ঘোষণা করেন। ৪৭৯ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে নেমে মাত্র ১৩১ রানেই অলআউট হন ইংলিশ মেয়েরা। ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং করেন দীপ্তি। তিনি ৩২ রানে ৪ উইকেট শিকার করেন। এ ছাড়াও পূজা ৩টি, রাজেশ্বরী ২টি এবং রেনুকা ১টি উইকেট শিকার করেন।

সর্বশেষ খবর