রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গুডিসন পার্কে এভারটনের শেষ মৌসুম

ক্রীড়া ডেস্ক

গুডিসন পার্কে এভারটন খেলতে শুরু করে ১৮৯২ সালে। এরপর বেশ কয়েকবারই গুডিসন পার্ক স্টেডিয়াম সংস্কার করেছে এভারটন। এ মাঠ তাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। ১৩১ বছরের এ মাঠটাই ছেড়ে যাচ্ছে এভারটন। তাদের নতুন মাঠের নাম ব্র্যামলি মুর ডক স্টেডিয়াম। চলতি মৌসুমের মাঝামাঝি এ স্টেডিয়ামে স্থানান্তরিত হওয়ার কথা ছিল এভারটনের। তবে গুডিসন পার্ক ছেড়ে মৌসুমের মাঝামাঝি যেতে চাচ্ছে না তারা। নতুন মৌসুমের শুরুতে নতুন স্টেডিয়ামে যাবে এভারটন। চলতি মৌসুমের পুরোটাই খেলবে গুডিসন পার্কে। এভারটনের নতুন স্টেডিয়াম হতে যাচ্ছে মার্সি নদীর তীরে। ৫২ হাজারের বেশি সমর্থক এ মাঠের গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন।

সর্বশেষ খবর