রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংস-মোহামেডান ফুটবলে প্রথম ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনাল আগামীকাল। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে বসুন্ধরা কিংস ও ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান মুখোমুখি হবে। ঢাকার বাইরে এ নিয়ে তৃতীয়বার ঘরোয়া ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। গতবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের ফাইনাল হয়। ২০১৮-১৯ মৌসুমে পেশাদার ফুটবলে আগমনের পর ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে দুই আসরে দুবার করে শিরোপাও জিতেছে। তবে এই প্রথম মোহামেডানের বিপক্ষে কোনো টুর্নামেন্টে ফাইনাল খেলছে কিংস। গত বছর দুই দল ফেডারেশন কাপে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। বসুন্ধরা কিংস ৪-০ ঢাকা আবাহনী, অন্যদিকে মোহামেডান ১-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। স্বাধীনতার পর ঘরোয়া ফুটবলে প্রথম আসরই ছিল স্বাধীনতা কাপ। ১৯৭২ সালে অনুষ্ঠিত সে আসরে ফাইনালে লড়েছিল মোহামেডান ও গেন্ডারিয়ার ইস্ট অ্যান্ড ক্লাব।

মোহামেডান জয়ী হয়ে দেশের ফুটবলে প্রথম শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করে। সেই আসর থেকেই কাজী সালাউদ্দিন তারকার খ্যাতি পান। সেমিতে বিজেআইসির বিপক্ষে হ্যাটট্রিক ও ফাইনালে ইস্ট অ্যান্ডের বিপক্ষে ২ গোল করেন। সে বছরই আবার মোহামেডান থেকে নবাগত ঢাকা আবাহনী ক্রীড়াচক্রে যোগ দেন সালাউদ্দিন। স্বাধীনতা কাপে সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে মোহামেডান। ফাইনালে জিতলে তা দাঁড়াবে ৪-এ। অন্যদিকে কিংস জিতলে মোহামেডানের কৃতিত্বের পাশে নাম লেখাবে। ঢাকা আবাহনীও দুবার চ্যাম্পিয়ন হয়েছে।

সর্বশেষ খবর