শিরোনাম
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিউজিল্যান্ডে হারের বৃত্তেই থাকল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডে হারের বৃত্তেই থাকল টাইগাররা

দুই দশক ধরে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে খেলছে বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডকে হারিয়েছিল। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত এটাই টাইগারদের একমাত্র ওয়ানডে জয়। কিন্তু নিউজিল্যান্ডকে কখনই হারাতে পারেনি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা এবার স্বপ্ন দেখেছিল প্রথমবারের মতো ওয়ানডে জিতে জয়োচ্ছ্বাস করবে। স্বপ্ন পূরণ হয়নি। বৃষ্টিস্নাত ৩০ ওভারের ম্যাচে ডাকওয়ার্থ লুইস-স্টার্ন (ডিএলএস) মেথডে বাংলাদেশ হেরেছে ৪৪ রানে। এ নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টানা ১৭ ওয়ানডে হেরেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে নেলসনে আগামী বুধবার। ২৩ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে নেপিয়ারে। অবাক করার বিষয়, বাংলাদেশের একাদশে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি। জাতীয় দলে সুযোগ পাওয়াটাই ছিল অবাক। তার ওপর ওপেনার তানজিদ তামিমকে বসিয়ে সৌম্যকে খেলানো বিস্ময়কর। ওপেন করতে নেমে শূন্য রান এবং বোলিংয়ে ৬ ওভারে ৬৩ রান দেন সৌম্য।   

টস নির্ধারিত সময়েই হয়েছে। কিন্তু ম্যাচ শুরু হতে পারেনি নির্ধারিত সময়ে। বৃষ্টিতে খেলা বাধাগ্রস্ত হয়েছে তিনবার। টস হেরে ব্যাট করে স্বাগতিক ব্ল্যাক ক্যাপসরা সংগ্রহ করে ৭ উইকেটে ২৩৯ রান। বৃষ্টি বাধায় খেলা তিনবার বন্ধ ছিল। টাইগারদের টার্গেট দেওয়া হয় ৩০ ওভারে ২৪৫ রান। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সৌম্য। এরপর দলকে টেনে নিয়ে যান এনামুল হক বিজয়। বিশ্বকাপ ক্রিকেটে সাকিব আল হাসানের ইনজুরিতে সুযোগ পেয়েছিলেন এনামুল। অস্ট্রেলিয়া ম্যাচে খেলার সুযোগ পাননি। গতকাল ডানেডিনে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিরুদ্ধে খেলতে নেমে ৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৩৯ বলে ৫ চারে ইনিংসটি খেলেন। কিউই দল ১৭১ রানের জুটি গড়লেও বাংলাদেশের সর্বোচ্চ জুটি ৫৬ রানের। নেই হাফ সেঞ্চুরির ইনিংস। অথচ ২০ রান ঊর্ধ্ব ইনিংস রয়েছে ৫টি। দুই অঙ্কের ইনিংস খেলেছেন ৬ ব্যাটার। অধিনায়ক নাজমুল শান্ত ১৫, লিটন দাস ১৯ বলে ১ চার ও ১ ছক্কায় ২২, তৌহিদ হৃদয় ৩৩ বলে ২ চার ও এক ছক্কায় ২৯, বর্ষীয়ান ক্রিকেটার মুশফিকুর রহিম ৪, আফিফ হোসেন ২৮ বলে ৩৮ রান করেন ৫ চার ও এক ছক্কায় এবং মিরাজ ২১ বলে ১ চার ও ২ ছক্কায় ২৮ রান করেন ১ চার ও ২ ছক্কায়। কোনো হাফ সেঞ্চুরি না থাকলেও ৩০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেটে ২০০ রান।  স্বাগতিকদের পক্ষে ২টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে, ইশ সোধি ও জশ ক্লার্কসন। ৮৪ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১০৫ রান এবং ২ ক্যাচ নিয়ে ম্যাচসেরা হন উইল ইয়াং। 

সর্বশেষ খবর