শিরোনাম
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংস না মোহামেডান

স্বাধীনতা কাপের ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

২০১৮-১৯ মৌসুমে পেশাদার ফুটবলে অভিষেকের পর বসুন্ধরা কিংস কোনো না কোনো আসরে ফাইনাল খেলছে। আজ তারা মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের বিপক্ষে। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে দুপুর পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে। দিনটি গোপালগঞ্জবাসীর জন্য গৌরবের। এই প্রথম তাদের মাঠে ফুটবলে বড় আসরে ফাইনাল হচ্ছে। ফুটবলে এটিই দুই দলের ফাইনালে প্রথম দেখা। গত বছর এই গোপালগঞ্জেই ফেডারেশন কাপে সেমিফাইনাল খেলেছিল তারা। ঢাকার বাইরে গতবার কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা ও ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা কাপে পাঁচবার ফাইনাল খেলছে মোহামেডান। বসুন্ধরা কিংসের এটি হবে চতুর্থ ফাইনাল।

১৯৭২ সালে স্বাধীনতা কাপ মাঠে গড়ানোর পর মোহামেডান ১৯৭২, ১৯৯১, ২০১৪ তিনবার শিরোপা জিতেছে। অন্যদিকে বসুন্ধরা কিংস ২০১৮, ২০২২ দুবার ট্রফি ঘরে তুলেছে। বসুন্ধরা তিনবার চ্যাম্পিয়ন হবে নাকি মোহামেডান চারবার হয়ে খতিয়ানে আরও একধাপ এগিয়ে যাবে? শক্তির বিচারে কিংসকেই এগিয়ে রাখা যায়। কোয়ার্টার ফাইনালে সেনাবাহিনীর বিপক্ষে ঘাম ঝড়ানো জয় পেলেও সেমিফাইনালে সমমানের দল ঢাকা আবাহনীকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। দাঁড়াতেই দেয়নি আবাহনীকে। ৪-০ গোলে বিধ্বস্ত করেছে।

অন্যদিকে মোহামেডান গ্রুপের কোনো ম্যাচে জয় না পেয়েও কোয়ার্টারে জায়গা করে নিয়েছিল। কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে এবং সেমিফাইনালেও রহমতগঞ্জের বিপক্ষে ১-০ ব্যবধানে ঘাম ঝড়ানো জয় পেয়েছে। কিংসের তিন ব্রাজিলিয়ান রবসন রবিনহো, মিগেল ফিগেরা ও ডরিয়েলটন গোমেজ জ্বলে উঠলে জয়টা কঠিন হবে না। মোহামেডানের গাম্বিয়ার ফুটবলার সুলেমান দিয়াবাতে গত মৌসুমে অপ্রতিরোধ্য থাকলেও এবার বেশ নিষ্কিয়। স্বাধীনতা কাপে এখন পর্যন্ত গোল পাননি। অন্যরাও চোখে পড়ার মতো পারফরমেন্স দেখাতে পারছেন না। তারপরও কোচ আলফাজ আহমেদের আশা ‘ছেলেরা শতভাগ দিতে পারলে জেতা সম্ভব।’ কিংসের কোচ অস্কার বলেন, ‘ফাইনাল ফাইনালই’ এখানে কেউ ফেবারিট নয়।’

সর্বশেষ খবর