সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভবিষ্যৎ তারকা আশিকুর রহমান শিবলি

ক্রীড়া প্রতিবেদক

ভবিষ্যৎ তারকা আশিকুর রহমান শিবলি

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপ চেনা মঞ্চ, আশিকুর শিবলি অচেনা তরুণ। অথচ মঞ্চটা মাতিয়েছেন রানের ফুলঝুরি ছুটিয়ে। ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হওয়ার। যুব এশিয়া কাপের বর্তমান আসরকে নিজের করে নিয়েছেন। যুব এশিয়া কাপ, যুব বিশ্বকাপ ক্রিকেট খেলেই তারকা হয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজরাও যুব দলে খেলে বিশ্ব তারকা হয়েছেন। আশিকুর রহমান শিবলি, বয়স মাত্র ১৯। অনূর্ধŸ-১৯ এশিয়া যুব কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশকে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা জেতানোর নায়ক শিবলি। টাইগার যুবাদের পক্ষে এ আসরে ম্যাচ খেলেছেন ৫টি। ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন শিবলি। শুধু ব্যর্থ হয়েছেন সেমিফাইনালে ভারত ম্যাচে। ৭ রানে রান আউট হয়েছেন। 

‘মরু শহর’ দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ১৯৫ রানে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। শিবলির ১২৯ রানে ভর করে বাংলাদেশ ৮ উইকেটে ২৮২ রান করে ফাইনালে। ১৪৯ বলের ইনিংসটিতে ছিল ১২ চার ও এক ছক্কা। ফাইনালে শিবলি ছাড়া রান করেন চৌধুরী রিজওয়ান ৬০ ও আরিফুল ইসলাম ৫০ রান করেন। সেঞ্চুরির ইনিংস খেলে শিবলি ফাইনালসেরা ক্রিকেটার হন। এবারের টুর্নামেন্টে একমাত্র ক্রিকেটার হিসেবে দুটি সেঞ্চুরি করেছেন শিবলি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। খেলেছিলেন ১১৬ রানের অপরাজিত ইনিংস। এ ছাড়া গ্রুপ পর্বে আমিরাত ম্যাচে ৬১ ও জাপানের বিপক্ষে অপরাজিত ৫৫ রান করেছিলেন। শুধু ভারত ম্যাচে ৭ রানে রান আউট হন। ৫ ম্যাচে আশিকুর শিবলি রান করেছেন ১২৬ গড়ে ৩৭৮ রান। ধারাবাহিক পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরাও হয়েছেন।      

সর্বশেষ খবর