মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ড্র

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ড্র

সুইজারল্যান্ডে নিয়নে অনুষ্ঠিত হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ড্র। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডেনমার্কের এফসি-কোপেনহেগেনকে। রানার্সআপ ইতালির বিখ্যাত ক্লাব খেলবে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদকে। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। লা-লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে ইতালি লিগ চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ শিরোপাধারী দল রিয়াল মাদ্রিদ নকআউট পর্বে অপেক্ষাকৃত দুর্বল জার্মানির লিপজিগকে পেলেও ম্যাচে কী ঘটবে বলা মুশকিল। জার্মানির বুন্দেস লিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ লড়বে ইতালির লাংসিওর সঙ্গে। ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন কিলিয়ান এমবাপ্পের প্রতিপক্ষ স্পেনের রিয়াল সোসিয়াদ। ইংল্যান্ডের আর্সেনাল পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে খেলবে। জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড পেয়েছে পিএসবিকে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতির প্রথম লেগের খেলা হবে ১৩, ১৪, ২০ ও ২১ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ ৫, ৬, ১২ ও ১৩ মার্চ।

 

লাইন আপ

পোর্তো-আর্সেনাল

নাপোলি-বার্সেলোনা

পিএসজি-সোসিয়েদাদ

ইন্টার মিলান-অ্যাতলেতিকো মাদ্রিদ

লাওসিও-বায়ার্ন মিউনিখ

কোপেনহেগেন-ম্যানচেস্টার সিটি

লিপজিগ-রিয়াল মাদ্রিদ

পিএসভি-বরুশিয়া ডর্টমুন্ড

 

 

 

সর্বশেষ খবর