মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নেলসন বলেই স্বপ্ন দেখছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ক্রিকেটে হারের বৃত্তেই রয়েছে বাংলাদেশ। তাসমান পাড়ের দেশটির বিপক্ষে টানা ১৭টি ওয়ানডে হেরেছে টাইগাররা। আগামীকাল নেলসনের স্যাক্সটনে দ্বিতীয় ওয়ানডে। নেলসনে ম্যাচ বলেই হারের খোলস ভাঙার স্বপ্ন দেখছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্ল্যাক ক্যাপসদের মাটিতে দলটির বিপক্ষে কোনো ওয়ানডে জেতেনি টাইগাররা। কিন্তু দেশটির মাটিতে জয়ের রেকর্ড রয়েছে। সাদা পোশাক ও লাল বলের ম্যাচে গত বছর জানুয়ারিতে জিতেছিল বাংলাদেশ। আট বছর আগে ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান তাড়া করে জিতেছিল টাইগাররা। ওই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ খেলতে নামবে নাজমুল বাহিনী। যদিও পরের বছর, ২০১৬ সালে এই নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। হেরেছিল ৬৭ রান ও ৮ উইকেটে। তারপরও স্কটিশদের হারানোর তৃপ্তি আত্মবিশ্বাস জোগাবে আগামীকাল ভোর ৪টায় শুরু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেটিতে। জিতলেই সিরিজে সমতা আসবে। হেরে গেলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারের তিক্ত স্বাদ নেবে।

বাংলাদেশের মাটিতে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলেছে দুই দল। সিলেটে জিতলেও মিরপুরে হেরে যায় টাইগাররা। টেস্ট খেলার তৃপ্তি নিয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলছে। এখন খেলছে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। ডানেডিনে বৃষ্টি¯œাত কার্টেল ওভারের ম্যাচে নাজমুল বাহিনী হেরে যায় ৪৪ রানে।

 

সর্বশেষ খবর