মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এশিয়া জিতে ফিরলেন যুবারা

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া জিতে ফিরলেন যুবারা

নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন একসময়। এ ছাড়া যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন শরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, তানজিদ সাকিব, তানজিম তামিম। বাংলাদেশ জাতীয় দলের মূল ক্রিকেটারই এখন যুব দলের। গতকাল বিকালে দুবাই থেকে ঢাকায় ফিরেছে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত যুব দলকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ। আসরে খেলেছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো ক্রিকেট শক্তি। এশিয়া জয় করে টাইগার যুবারা গতকাল বিকালে ঢাকায় আসে ট্রফি হাতে। চ্যাম্পিয়ন হতে যুবারা হারিয়েছে ভারত, শ্রীলঙ্কা, আমিরাত ও জাপান যুবাদের।

আসরে দারুণ ক্রিকেট খেলেছেন আশিকুর রহমান শিবলি। শিবলি একমাত্র ক্রিকেটার হিসেবে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করেছেন। পাঁচ ম্যাচে ৮৪.৩৭ স্ট্রাইক রেটে ১২৬ গড়ে ৩৭৮ রান করে টুর্নামেন্ট-সেরা হন শিবলি। সেঞ্চুরি করেছেন ফাইনালে। আমিরাতের বিপক্ষে ফাইনালে তিনি রান করেছেন ১২৯। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১১৬ রান করেন। এ ছাড়া আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে ৭১, জাপানের বিপক্ষে অপরাজিত ৫৫ ও ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৭ রান করেন। এ ছাড়া আরিফুল ইসলাম ১৮৪, চৌধুরী মো. রিজওয়ান ১২৭ রান করেন।

 

সর্বশেষ খবর