বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আইপিএলের দামি ক্রিকেটার স্টার্ক

ক্রীড়া ডেস্ক

আইপিএলের দামি ক্রিকেটার স্টার্ক

আইপিএলের ইতিহাসে রেকর্ড পরিমাণ মূল্য উঠেছে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের। আইপিএলের ইতিহাসে এত চড়া মূল্য ওঠেনি আর কোনো ক্রিকেটারের। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলভুক্ত করেছে স্টার্ককে। অসি ফাস্ট বোলারকে দলভুক্ত করতে চেয়েছিল গুজরাট টাইটান্সও। গতকাল দুবাইয়ে আইপিএলের নিলামে ঝড় তুলেছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। অসি অধিনায়ককে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলভুক্ত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। একসময় আসরের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ছিলেন কামিন্স। ঘণ্টাখানেক পর স্বদেশি ও বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক কামিন্সকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েন আট বছর পর আইপিএলে খেলতে যাওয়া বাঁ-হাতি ফাস্ট বোলার স্টার্ক। আহত থাকায় তাসকিন আহমেদকে ছাড়তে রাজি হয়নি বিসিবি। গতকাল ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাসকিন আহমেদ ইনজুরিতে ভুগছে। তাই তার আইপিএল খেলার কারণ নেই।’ নিলামে বাংলাদেশের আরও দুই পেসারের নাম ছিল।

মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। মুস্তাফিজকে ভিত্তিমূল ২ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। নিলামে স্টার্ক ও কামিন্সের বিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। আইপিএলে এর আগে সবচেয়ে বেশি মূল্যে বিক্রয় হয়েছিল ইংলিশ বাঁ-হাতি পেসার স্যাম কারান, ১৮ কোটি ৫০ লাখ রুপি। কামিন্স এর আগে একবার বিক্রয় হয়েছিলেন ১৫ কোটি ৫০ লাখ রুপিতে। নিলামে উঠেছে মোট ৩৩৩ ক্রিকেটার। তালিকার ২১৪ জন ভারতীয় ও ১১৯ জন বিদেশি এবং আইসিসি সহযোগী দেশের ২ ক্রিকেটার। ১১৯ বিদেশি ক্রিকেটারের মধ্যে ৩০ জনকে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সর্বশেষ খবর