বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাথুরাসিংহে আমাকে ভালো বোঝেন : সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ক্রিকেট ইতিহাসে নিজেকে চিরস্থায়ী করেছেন বাঁ হাতি ড্যাসিং ক্রিকেটার সৌম্য সরকার। শুধু তাই নয়, টিম ম্যানেজমন্ট ও কোচ চন্ডিকা হাথুরাসিংহের আস্থার প্রতিদান দিয়েছেন। স্রোতের বিপরীতে সৌম্যকে দলে ভিড়িয়েছেন হাথুরাসিংহে। ছন্দে না থাকার পরও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলিয়েছেন। ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ইতিহাসে লিখলেও আফসোস দল না জেতায়, ‘অবশ্যই সেঞ্চুরিটা বিফল মনে হচ্ছে। যদি জিততাম, তাহলে ভালো লাগত নিজের কাছে। ব্যক্তিগতভাবে যদি বলেন হ্যাঁ, ভালো লাগছে। কিন্তু দিনশেষে, এটা দলীয় খেলা। যদি দল জিততো তাহলে পরিপূর্ণ হতো, ভালো স্মৃতি থাকত।’ ছন্দহীন থাকার পরও কোচ যে তার ওপর আস্থা রাখেন, এর কারণও ব্যাখ্যা করেছেন সৌম্য, ‘হয়তো বা হাথুরাসিংহে আমাকে ভালো বোঝে।’ যে জন্য ছোট এক কথা বলেছে, যা আমার জন্য ক্লিক করেছে। আপনি যদি কেবল নেগেটিভ দেখতে চান, তাহলে নেগেটিভই দেখবেন। পজিটিভ চিন্তা করলে পজিটিভ জিনিস পাবেন। হয়তো উনি পজিটিভ জিনিসটাই চিন্তা করেন।’

 

 

সর্বশেষ খবর