বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বৃথা গেল ফারজানার সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

বৃথা গেল ফারজানার সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ফারজানা হকের ১০২ রানের ক্যারিশমাটিক ইনিংস। বাংলাদেশের সংগ্রহ ২২২ রান।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন ফারজানা হক। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে দুটি ওয়ানডে সেঞ্চুরি আইসিসি র‌্যাংকিংয়ের ১৫ নম্বর ক্রিকেটার ফারজানার। গতকাল পচেফস্ট্রোমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেন করে ১০২ রানের নান্দনিক ইনিংস খেলেন। কিন্তু তার সেঞ্চুরির ম্যাচটি জিততে পারেনি নিগার সুলতানার বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিতলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততো। কিন্তু স্বাগতিক ব্যাটারদের দৃঢ়তায় ম্যাচটি হেরে যায় নারী দল। ৮ উইকেটে জিতে সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ১১৯ রানে। আফ্রিকার বিপক্ষে এটাই প্রথম ওয়ানডে জয় নিগারদের। গতকাল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ২২২ রান করে বাংলাদেশ নারী দল। ফারজানা ১০২ রানের ইনিংসটি খেলেন ১৬৭ বলে ১১ চারে। এ ছাড়া ফাহিমা খাতুন ৪৮ বলে ৩ চারে ৪৬ রানে অপরাজিত ছিলেন। ৬১ ওয়ানডে ক্যারিয়ারে ফারজানার এটা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২২ জুলাই মিরপুর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন। দলটি দুই ওপেনার লরা ওলভার্ট ৬৭ বলে ৫৪, তাঝমিন ব্রিটস ৮৪ বলে ৫০ রান করেন। ২৩ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

সর্বশেষ খবর