শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নেপিয়ারে হারের বৃত্ত ভাঙার প্রত্যয়

ক্রীড়া প্রতিবেদক

নেপিয়ারে হারের বৃত্ত ভাঙার প্রত্যয়

এক, দুটি নয়। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ১৮ হার। এই হারের বৃত্ত ভাঙতে মরিয়া নাজমুল হোসেনরা। আগামীকাল ভোরে নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে হারের খোলস ভেঙে বেরিয়ে আসার মিশনে নামবে বাংলাদেশ। ম্যাচটি আবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। প্রথম দুটি হেরেছে। ডুনেডিনে বৃষ্টিস্নাত কার্টেল ওভারের ম্যাচ হেরেছিল ৪৪ রানে। নেলসনে দ্বিতীয়টি ২৯১ রান করেও হেরে যায় ৭ উইকেটে। নেলসনে হারলেও সব ফোকাস টেনে নেন বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। ২৮ ম্যাচ পর তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলেন বাঁ-হাতি ব্যাটার। আকাশসমান চাপের মুখে ১৬৯ রান করেন ১৫১ বলে ২২ চার ও ২ ছক্কায়। আগামীকাল ভোরে পরিচিত নেপিয়ারে টাইগার টিম ম্যানেজমেন্ট তাকিয়ে থাকবে সৌম্যর ব্যাটের দিকে। ২৭ ডিসেম্বর নেপিয়ারে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি খেলবে দুই দল। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুটি টি-২০ মাউন্ট মঙ্গানুইয়ে।

নেপিয়ার ম্যাকক্লিন পার্ক ১৯৫২ সালে স্থাপিত। নিউজিল্যান্ডের সবচেয়ে ভালো ভেন্যুগুলোর একটি। ভেন্যুটি আবার টাইগারদের কাছে পরিচিত। নেপিয়ারে এখন পর্যন্ত ৪৪টি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্যাচ হয়েছে। বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলেছে। হেরেছে সবগুলো। নেপিয়ারে সর্বশেষ যে ওয়ানডে হয়েছিল ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি, বাংলাদেশ খেলেছিল ম্যাচটি। ২৩২ রান করেও হেরেছিল ৮ উইকেটে। ওই ম্যাচের একাদশের ৫ ক্রিকেটার সর্বশেষ নেলসনে খেলেছেন। এখানে প্রথম ওয়ানডে খেলে টাইগাররা ২০০৭ সালে। ব্ল্যাক ক্যাপসরা জিতেছিল ১০২ রানে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৩৫ রান। বৃষ্টিতে খেলা বন্ধ হলে টার্গেট দেওয়া হয় ৪৩ ওভারে ২৮৪ রান। টাইগাররা সংগ্রহ করে ৪৩ ওভারে ৬ উইকেটে ১৮১ রান। ২০১০ সালে দ্বিতীয়বার মুখোমুখি হয়। ওই ম্যাচের ব্যবধান ছিল ১৪৬ রান। কিউইরা প্রথমে ব্যাট করে রান করেছিল ৯ উইকেটে ৩৩৬। টাইগাররা অলআউট হয়েছিল ১৯০ রানে। দুটি ম্যাচেই খেলেছিলেন মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটার মুশফিকই একমাত্র ক্রিকেটার, নেপিয়ারে বাংলাদেশের সবগুলো ওয়ানডে খেলেছেন।

নিউজিল্যান্ড সফরে টাইগাররা খেলছে তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবার ও মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়া। ফিটনেসের অভাবে বিশ্বকাপে খেলার সুযোগ পাননি তামিম। সাকিব ও মাহমুদুল্লাহ খেলেছেন। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে যায় একপেশে লড়াইয়ে। তাসমান পাড়ের দেশটিতে সাকিব আসেননি বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচে আঙুল ভেঙে ফেলায়। ৬ সপ্তাহ মাঠের বাইরে টাইগার অধিনায়ক। অবশ্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন সাকিব। এখন ব্যস্ত পুরোপুরি নির্বাচন নিয়ে। মাহমুদুল্লাহ আসেননি কাঁধের ব্যথায়। বর্ষীয়ান ক্রিকেটার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। খেলেছিলেন ১১১ রানের ইনিংস। তামিম শতভাগ সুস্থ নন বলে সফরে নেই। সাকিবের অনুপস্থিতিতে ওয়ানডে ও টি-২০ সিরিজে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বেই ঘরের মাঠে টেস্ট সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

ডানেডিনে টাইগারদের ইনিংসে ছিল না কোনো হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৪৩ রান করেছিলেন ওপেনার এনামুল হক বিজয়। সৌম্য করেছিলেন শূন্য। শুধু তাই নয়, বল হাতে ৬ ওভারে রান দিয়েছিলেন ৬৩। এমন পারফরম্যান্সে সমালোচকরা এফোঁড়-ওফোঁড় করেন টিম ম্যানেজমেন্টকে। নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে বাজিমাত করেন সৌম্য। সমালোচকদের জবাব দেন অবিশ্বাস্য ১৬৯ রানের ইনিংস খেলে। নিউজিল্যান্ডের মাটিতে বাঁ-হাতি ক্রিকেটারের ইনিংসটি আবার এশিয়ার ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ। ২০০৯ সালে ক্রাইস্টচার্চে ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। টাইগার ক্রিকেটারদের মধ্যে এটা দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর লিটন দাসের, ১৭৬। ১৬৯ রানের ইনিংস খেলে সন্তুষ্ট সৌম্য জয় চেয়েছিলেন নেলসনে, ‘সেঞ্চুরি করে ভালো লাগছে। তবে আরও ভালো লাগত যদি ম্যাচটি জিততে পারতাম।’

বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হবে।

সর্বশেষ খবর