শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

‘সেঞ্চুরি লেডি’ ফারজানা

ক্রীড়া প্রতিবেদক

‘সেঞ্চুরি লেডি’ ফারজানা

ধারাবাহিক পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জয়ের উচ্ছ্বাসে মাতছে নিয়মিত। নারী দলের সেই জয়ের অন্যতম নায়িকা ফারজানা হক পিংকি। নারী দলের হয়ে ওপেন করছেন। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে দুই দুটি ওয়ানডে সেঞ্চুরির মালিক তিনি। শুধু তাই নয়, টি-২০ ক্রিকেটেও সেঞ্চুরি রয়েছে ফারজানার। সেটা আবার অভিষেক টি-২০ ম্যাচে। পরশু রাতে ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন। ১০২ রানের ইনিংসটি খেলেন ১৬৭ বলে ১১ চারে। চলতি মৌসুমে তিনি আরও একটি সেঞ্চুরি করেন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে করেছিলেন ১৬০ বলে ৭ চারে ১০৭ রান। টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করেন পোখারায় মালদ্বীপের বিপক্ষে। ৫৩ বলে ২০ চারে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন ফারজানা। ওয়ানডে অভিষেক ২০১১ সালে। বাংলাদেশের হয়ে খেলেছেন ৬১টি ওয়ানডে। শুরু থেকে ৫৫ ম্যাচ পর্যন্ত তার ক্যারিয়ারে ছিল না কোনো সেঞ্চুরি। সর্বশেষ ৬ ম্যাচে সেঞ্চুরি করেন দুটি এবং হাফসেঞ্চুরি একটি। ৬১ ওয়ানডে ক্যারিয়ারে ২ সেঞ্চুরি ও ১০ হাফসেঞ্চুরিতে রান করেছেন ১৪৮৭। গড় ২৮.০৫। অথচ ২০২৩ সালে ১০ ওয়ানডেতে তিনি ৫০.২২ গড়ে রান করেছেন ৪৫২। সেঞ্চুরি দুটি ও হাফসেঞ্চুরি একটি। আশ্চর্য হলেও সত্যি, এই নারী ক্রিকেটার সব মিলিয়ে ১৪৫টি (৬১ ওয়ানডে ও ৮৪টি টি-২০) আন্তর্জাতিক ম্যাচ খেললেও একটিও ছক্কা হাঁকাননি। বাউন্ডারি মেরেছেন ওয়ানডেতে ১২২টি এবং টি-২০ তে ১০৪টি। সব মিলিয়ে বাউন্ডারির সংখ্যা ২২৬টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর