শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
পেশাদার লিগ শুরু আজ

কিংসের টার্গেট পাঁচে পাঁচ

ক্রীড়া প্রতিবেদক

কিংসের টার্গেট পাঁচে পাঁচ

পুরনো রীতি পাল্টে ফুটবলে দেশের সেরা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (পেশাদার ফুটবল) মাঠে গড়াচ্ছে আজ। নতুন আসরে নতুন স্পন্সর এ বি জি বসুন্ধরা। নতুন কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান দায়িত্ব নেওয়ার পর প্রথম লিগ। ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই, এ এক চ্যালেঞ্জও বটে। বসুন্ধরা কিংস অ্যারিনা, গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম, নরসিংসদী বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম, ময়মনসিংহ রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম ও রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ স্টেডিয়ামে লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে চার ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারিনায় কিংস লড়বে গোপীবাগ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বিকাল ৪টা ৩০ মিনিট। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে বেলা আড়াইটায় ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মুখোমুখি হবে। রাজশাহীতে ফর্টিসের বিপক্ষে ঢাকা মোহামেডান খেলবে। ময়মনসিংহে পুলিশের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।

লিগে ১০টি ক্লাব হলেও শিরোপা লড়াই বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার দেশি-বিদেশি মিলিয়ে শক্তিশালী দল গড়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্রও ব্যালান্স দল। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপে রানার্সআপ হলেও লিগে বড় কিছু করতে পারবে কি না দেখার বিষয়। পুলিশও চোখ রাঙাতে পারে। তবে ঘুরে ফিরে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর নামই বেশি উচ্চারিত হচ্ছে। আগে লিগ এলেই প্রাধান্য পেত মোহামেডান-আবাহনীর নাম। এখন কিংস আর আবাহনীর।

দুই সেরা দল ভিন্ন ভিন্ন মিশন নিয়ে লিগ শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা কিংসের টার্গেট পাঁচে পাঁচ। আর আবাহনীর হতাশা কাটিয়ে হারানো ট্রফি উদ্ধার। পেশাদার লিগে মোহামেডান খেললেও আবাহনী এককভাবে প্রাধান্য বিস্তার করে চলছিল। হ্যাটট্রিকসহ সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের রেকর্ড রয়েছে তাদের। এর মধ্যে শেখ জামাল ধানমন্ডি তিনবার ও শেখ রাসেল ক্রীড়া একবার চ্যাম্পিয়ন হয়েছে। বসুন্ধরা কিংস আসার পর সব হিসাব বদলে দিয়েছে। অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছে। নতুন দল হিসেবে কিংসই একমাত্র ক্লাব যারা হ্যাটট্রিক চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন গড়েছে। টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে ৭৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ডও গড়েছে। সত্যি বলতে কি, টানা পঞ্চমবার শিরোপা জেতার সামর্থ্য রয়েছে তাদের। আগের চেয়ে কিংস আরও বেশি শক্তিশালী। রিজার্ভ বেঞ্চেও কুশলী খেলোয়াড় রয়েছে। রবসন, মিগেল, ডরিয়েলটন, গফুরভদের সঙ্গে বিশ্বনাথ, তারিক, রাকিব, মোরসালিন, সাদউদ্দিন, সোহেল রানারা সমন্বয় করে খেলতে পারলে পাঁচে পাঁচ হওয়াটা অস্বাভাবিক কিছু না।

যদিও আবাহনী স্বাধীনতা কাপে ৪-০ গোলে কিংসের কাছে হেরে গেছে, তার পরও আগের চেয়ে তারা বেশ শক্তিশালী। বিশেষ করে দলে ব্রাজিলিয়ানদের খেলা নজরকাড়ার মতো। ১০ দলের দুই রাউন্ডের লিগ। তাই সমীকরণটা সহজ নয়। সময়ই বলে দেবে কে বিজয়ের হাসি হাসবে।

 

 

সর্বশেষ খবর