শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টেস্ট অভিষেকের অপেক্ষায় সাত ক্যারিবীয়

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯৭ সালের পর টেস্ট জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৭ সালে সর্বশেষ জয়ের পরের ১৬ টেস্টের ১৪টিতেই হেরেছে। গত বছর দুটি টেস্ট খেলেছিল ক্যারিবীয়রা। পার্থে হেরেছিল ১৬৪ রানে এবং অ্যাডিলেডে হেরেছিল ৪১৯ রানে। যা অস্ট্রেরিয়ার কাছে সবচেয়ে ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের হার। এবার দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে। প্রথম টেস্ট অ্যাডিলেডে ১৭-২১ জানুয়ারি এবং ২৫-২৯ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ব্রিসবেনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাক ও লাল বলে অভিষেকের অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজের সাত ক্রিকেটার। ১৫ সদস্যের স্কোয়াডের সাত ক্রিকেটার- ব্যাটার জ্যাকারি ম্যাককাস্কি, কিপার-ব্যাটসম্যান টেভিন ইমলাখ, অলরাউন্ডার জাস্টিন গ্রেভস, কাভেম হজ, কেভিন সিনক্লেয়ার এবং ফাস্ট বোলার আকিম জর্ডান ও শামার জোসেফ। ক্যারিবীয় দলের পক্ষে সাতটি ওয়ানডে ও ছয়টি টি-২০ খেলেছেন সিনক্লেয়ার। তিনটি করে ওয়ানডে খেলেছেন গ্রেভস ও হজ এবং দুটি ওয়ানডে খেলেছেন জর্ডান। স্কোয়াডের পাঁচ ক্রিকেটার গত মৌসুমে অস্ট্রেলিয়া সফর করেছিলেন অধিনায়ক ক্রেইগ বেথ্রওয়েট, আলজারি জোসেফ, তেজনারায়ন চন্দরপল, জশুয়া দা সিলভা ও কেমার রোচ। বাদ পড়েছেন জার্মেইন ব্ল্যাকউড, রেমন রেইফার, রাকিম কর্নওয়াল, শ্যানন গাব্রিয়েল ও জোমেল ওয়ারিক্যান।

 

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল

ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), আলজারি জোসেফ, তেজনারায়ণ চন্দরপল, কার্ক ম্যাকেঞ্জি, আলিক আথানেজ, কাভেম হজ, জাস্টিন গ্রেভস, জশুয়া দা সিলভা, আকিম জর্ডান, গুডাকেশ মোটি, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, টেভিন ইমলাখ, শামার জোসেফ ও জ্যাকারি ম্যাককাস্কি।

সর্বশেষ খবর