শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সৌম্যর প্রশংসায় রাচিন রবীন্দ্র

ক্রীড়া প্রতিবেদক

ডানেডিনে কার্টেল ওভারের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ৪৪ রানে। নেলসনে ২৯১ রান করেও লড়াই করতে পারেনি। হেরেছে ৭ উইকেটে। হারলেও দারুণ ব্যাটিং করেছেন সৌম্য সরকার। ১৫১ বলে ২২ চার ও ২ ছক্কায় খেলেন ১৬৯ রানের দৃষ্টিনন্দন ইনিংস। নিউজিল্যান্ডের মাটিতে কোনো এশিয়ান ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। সৌম্য পেছনে ফেলেছেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারকে। শচীন ২০০৯ সালে ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। সৌম্যর ইনিংসটির প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্র। যিনি নেলসনের ম্যাচে খেলেছিলেন ৪৩ রানের ইনিংস। এ ছাড়া বিশ্বকাপে সেঞ্চুরি করেন ৩টি। সৌম্যর প্রশংসায় রবীন্দ্র বলেন, ‘অসাধারণ ব্যাটিং করেছেন সৌম্য। অবিশ্বাস্য খেলেছেন তিনি। খুবই সাবলীল ছিল তার ব্যাটিং।’ টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ম্যাচ দুটিতে লড়াই করতে পারেনি টাইগাররা।

তারপরও বাংলাদেশের প্রশংসা করেন, ‘দুটি ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। কখনো কখনো তারা নিয়ন্ত্রণে ছিল। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরে দুই ব্যাটার সাজঘরে। তারা আমাদের প্রতিনিয়ত চাপে রাখছে। তাদের দিনে তারা ভালো দল।’ রবীন্দ্র ২০২৪ সালে আইপিএলে খেলবেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে। এ দলে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও খেলবেন। তাকে কিনেছে ১.৮০ কোটি রুপিতে।

সর্বশেষ খবর