শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

‘ইতিবাচক’ হতে বললেন টাইগার অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

‘ইতিবাচক’ হতে বললেন টাইগার অধিনায়ক

নাজমুল হোসেন শান্ত

নেপিয়ারে আজ বছরের শেষ ওয়ানডে খেলে ফেলেছেন নাজমুল হোসেন শান্তরা। হোয়াইটওয়াশ এড়াতে ভোর ৪টায় নেপিয়ারের ম্যাকক্লিন মাঠে নেমেছিল টাইগাররা। অথচ শান্তর নেতৃত্বে টাইগাররা তাসমান পাড়ের দেশটিতে এসেছিল প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে। কিন্তু পারেনি। এই না পারার ম্যাচগুলোতে অনেক নেতিবাচক দিক আছে। কিন্তু টাইগার অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন, নেতিবাচক দিকগুলোকে আড়াল করে ইতিবাচক মানসিকতা দেখাতে, ‘আমরা জেতার জন্যই খেলি। শুরুতে একটা টার্গেট ঠিক করে এসেছিলাম, সেটা হয়নি। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে কিছুটা আনলাকি ছিলাম। দ্বিতীয় ম্যাচে সৌম্য দারুণ এক ইনিংস খেলেছে। রিশাদ ভালো বোলিং করেছে। ম্যাচ দুটিতে অনেক ইতিবাচক দিক আছে। আমরা শুধু নেতিবাচক না দেখে, এ বছর কোন কোন বিভাগে ভালো করলাম, এ বিষয়গুলো দেখার জরুরি দরকার আছে।’ ওয়ানডে সিরিজ শেষ। এখন তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে শান্ত বাহিনী। যা শুরু হবে ২৭ ডিসেম্বর নেপিয়ারে। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুটি টি-২০ ম্যাচ খেলা হবে মাউন্ট মন্টগুমাইতে।

ডানেডিনে বৃষ্টি¯œাত প্রথম ওয়ানডেটি ৩০ ওভারের হয়। টাইগাররা হেরে যায় ৪৪ রানে। ব্ল্যাক ক্যাপসদের ৩০ ওভারে ২৪৫ রানের টার্গেটে খেলতে নেমে ২০০ রান করেছিল শান্ত বাহিনী। দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য সরকার অবিশ্বাস্য ব্যাটিং করেন। তিনবার জীবন পেলেও খেলেন ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস। তার ইনিংস দেখে প্রশংসা করেছেন বিশ্বেকাপে ৩টি সেঞ্চুরি হাঁকানো কিউই ওপেনার রাচিন রবীন্দ্র। ওই ম্যাচে অভিষিক্ত লেগ স্পিনার রিশাদ হাসান ৬২ রান দিয়ে কোনো উইকেট পাননি। সৌম্যর পাশাপাশি রিশাদের প্রশংসা করেন টাইগার অধিনায়ক, ‘রিশাদের বোলিং স্পেল দারুণ ছিল। সৌম্যর কামব্যাক অসাধারণ ছিল। শরিফুলের নতুন বলের বোলিং ভালো ছিল।’ এসবকেই ইতিবাচক বলেছেন টাইগার অধিনায়ক। তবে সিরিজগুলোতে ব্যাটিং নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন টাইগার অধিনায়ক, ‘প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে, ব্যাটাররা ৩০-৩৫ রান করার পর ইনিংসগুলোকে লম্বা করতে পারছে না।’ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে একটি মাত্র সেঞ্চুরির ইনিংস ছিল। নেই কোনো হাফ সেঞ্চুরির ইনিংস। দ্বিতীয় ওয়ানডেতে সৌম্যর ১৬৯ রানের পাশাপাশি মুশফিকুর রহিম খেলেন ৪৫ রানের ইনিংস। প্রথম ম্যাচে ৪৩ রান করেছিলেন এনামুল হক বিজয়।

 

সর্বশেষ খবর