রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের প্রশংসায় লাথাম

ক্রীড়া প্রতিবেদক

ডানেডিন ও নেলসনে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। গতকাল হোয়াইওয়াশের টার্গেটে খেলতে নামে নেপিয়ারে। বাংলাদেশের চার পেসার শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের সাঁড়াশি আক্রমণে ৩১.৪ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয়। ২০৯ বল হাতে রেখে বাংলাদেশ জয় তুলে নেয় ৯ উইকেটে। ম্যাচে হারের পর মিডিয়ার মুখোমুখিতে বাংলাদেশের প্রশংসা করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম, ‘বাংলাদেশ আজ (গতকাল) আমাদের সব বিভাগেই সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেছে। সত্যি বলতে নেপিয়ারের উইকেটে বোলারদের জন্য অনেক সুবিধা ছিল। আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব ছিল বড় জুটি গড়ার। আগের দুই ম্যাচে হলেও আজ তা হয়নি। আজ ওরা আমাদের শুরু থেকেই চাপে রেখেছিল। এরপর দ্রুতই একের পর এক উইকেট হারিয়েছি। যখন আপনি ১০০ রানও করতে পারবেন না, তখন প্রতিপক্ষ (রান তাড়া করতে নেমেই) শট খেলার চেষ্টা করবে। বাংলাদেশ সেটাই করেছে।’ ওয়ানডে সিরিজ শেষ। এখন দুই দল প্রস্তুত হচ্ছে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলার। ২৭ ডিসেম্বর নেপিয়ারে শুরু প্রথম টি-২০। পরের দুটি ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মন্টগুনাইয়ে।

 

 

সর্বশেষ খবর