রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জয়ে শুরু শেখ রাসেলের

ক্রীড়া প্রতিবেদক

জয়ে শুরু শেখ রাসেলের

এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুরন্ত সূচনা করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে তারা। গত মৌসুমে শেখ জামালের বিপক্ষে লিগের হোম ও অ্যাওয়ে ম্যাচে জয় পায়নি শেখ রাসেল। ঘরের মাঠে ড্র করলেও শেখ জামালের মাঠে গিয়ে হেরেছে তারা। তবে নতুন মৌসুমে শেখ জামালকে হারিয়েই যাত্রা করল যুগোস্লাভ ট্রেনচোভস্কির দল।

গতকাল ম্যাচের শুরুতেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডিফেন্স লাইনে প্রচন্ড চাপ তৈরি করে শেখ রাসেল। মাত্র ৫ মিনিটেই প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা। ৫ মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল। সুমন রেজার ক্রসে বল পেয়ে ডি বক্সের ভিতর থেকে ডান পায়ের শটে গোল করেন ল্যান্ড্রি এনডিকুমানা। দারণ এ গোলে এগিয়ে যায় শেখ রাসেল। প্রথমার্ধ্বের যোগ করা সময়ে পেছন থেকে শেখ রাসেলের নিপুকে ফাউল করেন শেখ জামালের মাহমুদুল হাসান কিরণ। দশ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধ্বে খেলতে নামে শেখ জামাল। কয়েক মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ায় শেখ রাসেল। ৪৯ মিনিটে জাপানি ফুটবলার কোডাইয়ের কর্নার কিক থেকে বল পেয়ে হেডে গোল করেন গানিউ আতান্ডা। সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের কাছ থেকে ম্যাচসেরার পুরস্কারও নেন গানিউ। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচটা একপেশে বলেই মনে হচ্ছিল। তবে শেখ জামাল ম্যাচটা জমিয়ে দেয় ১০ মিনিট পরই। বিপুর হেডারে বল পেয়ে ডি বক্সের ভিতর থেকে বাম পায়ের শটে গোল করেন খোলমাতভ। ব্যবধান কমানোর পর আরও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে শেখ জামাল। তবে শেখ রাসেলের গোলরক্ষক দারুণ কয়েকটা গোল বাঁচিয়ে দেন। ম্যাচে লাল কার্ড দেখেন শেখ রাসেলের কোচ যুগোস্লাভ ট্রেনচোভস্কি।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর