রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বড়দিনের আগে সিটির বড় উপহার

ক্রীড়া ডেস্ক

বড়দিনের আগে সিটির বড় উপহার

বড়দিনের বড় উপহার পেল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল। শুক্রবার ফাইনালে ৪-০ গোলে হারাল ব্রাজিলের ফ্লুসিন্স ক্লাবকে। প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি তারা। ট্রফি জিতে কোচ পেপ গার্ডিওলা বলেন, ‘যোগ্যতর দল হিসেবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। কৌশলের কাছে প্রতিপক্ষ ফ্লুসিন্স পেরে ওঠেনি। তবে এত বড় ব্যবধানে জিতব ভাবতে পারেনি। ম্যানসিটির কোনো আসরে সেরা হওয়া বাকি থাকল না।’ জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যানসিটি শুরু থেকেই গোল পেতে মরিয়া ছিল। দলের সবচেয়ে তারকা খেলোয়াড় আর্লিং হল্যান্ড না থাকায় মূল দায়িত্বটা ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের কাঁধে। সঠিকভাবেই দায়িত্ব পালন করেছেন তিনি। জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক তিনিই।

মাত্র ৪০ সেকেন্ডের মাথায় সিটিকে এগিয়ে নেন আলভারেজ। ২৭ মিনিটে ফ্লুসিন্সের অধিনায়ক ব্রাজিলিয়ান নিনোর আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ হয়। একের পর এক আক্রমণে ৭২ মিনিটে আলভারেজের পাসে দলের তৃতীয় গোল করেন ফোডেন। ৮৮ মিনিটে দলের শেষ ও নিজের দ্বিতীয় গোল করেন আলভারেজ। গার্ডিওয়ালা এগিয়ে ৩টি ক্লাবকে ক্লাব বিশ্বকাপ জেতালেন। ২০০৯ ও ২০১১ বার্সেলোনা ও ২০১৩ সালে বায়ার্ন মিউনিখকে শিরোপা জেতান।

 

সর্বশেষ খবর