সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

ক্রীড়া প্রতিবেদক

কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

উঁচু-নিচু, অমসৃণ পথ ধরে চলছে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। বাংলাদেশ জাতীয় দলে তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দেশসেরা ওপেনার দলে ফিরতে পারবেন কি না, কেউ কিছু বলতে পারছেন না। তবে তরুণ ক্রিকেটাররা যেভাবে পারফরম্যান্স করছেন, তাতে তার ফেরার পথ কঠিন হয়ে পড়েছে, এটা ভালো করেই বুঝছেন তামিম। সেজন্যই জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপ করবেন। জাতীয় দলে নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার হবেন। যেহেতু জাতীয় দলে ফেরা অনিশ্চিত, সেজন্যই ২০২৪ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার বিষয়ে বিসিবিকে অনুরোধ করেন তামিম। গতকাল তামিমের চুক্তিতে না থাকার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, ‘তামিমের সঙ্গে আগেও আমাদের আলাপ হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছেন। আমার সঙ্গেও কথা বলেছেন। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা জাতীয় সংসদ নির্বাচনের পরে। তিনি চাচ্ছিলেন তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি।’ বিশ্বকাপ ক্রিকেটে ফিটনেসের অজুহাতে সুযোগ পাননি তামিম ইকবাল। এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে চমকে দেন সবাইকে। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত ভেঙে ফেরেন ক্রিকেটে। কিন্তু জাতীয় দলে খেলা হয়নি তার। ১৯ জানুয়ারি শুরু বিপিএল দিয়ে ফিরছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে।

 

সর্বশেষ খবর