সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডিএলএস মেথডে মধ্যাঞ্চল ২৩ রানে জিতল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের খেলা শুরু হয়েছে। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিনের খেলায় ডাকওয়ার্থ লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে উত্তরাঞ্চল ২৩ রানে হারিয়েছে পূর্বাঞ্চলকে। প্রথমে ব্যাট করে মধ্যাঞ্চলের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন মাহিদুল ইসলাম। এ ছাড়া নাঈম ইসলাম ৫৫, নাইম শেখ ৪৮, সাইফ হাসান ২৮ রান করেন। ম্যাচসেরা মাহিদুল ৯৫ রানের ইনিংস খেলেন ৮৬ বলে ৬ চার ও ৪ ছক্কায়। নাঈম ৫৫ রান করেন ৫৭ বলে। ২৮৯ রানের টার্গেটে খেলতে ৪৭ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান তোলার পর আলো স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এর ফলে ম্যাচের ফল নির্ধারিত হয় ডিএলএস মেথডে। সে সময় উত্তরাঞ্চলের রান ছিল ২৮৪। পূর্বাঞ্চলের পক্ষে ইয়াসির ৬৭ রান করেন ৫২ বলে ৬ ছক্কায়। পূর্বাঞ্চলের অভিজ্ঞ ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক ৪৭ রান করেন ৬১ বলে। মাহামুদুল হাসান জয় করেন ৫১ বলে ২৪ রান। ইরফান শুক্কুর ২০ বলে খেলেন ২৭ রানের ইনিংস।

 

 

সর্বশেষ খবর