সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাঁচ মাস ধরে চলবে ফেডারেশন কাপ

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ মাস ব্যাপী ফেডারেশন কাপ ফুটবলের পদ্দা উঠছে কাল। উদ্বোধনী দিনেই দুটি ম্যাচ। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে দুবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে ফর্টিসের বিপক্ষে। আরেক ম্যাচে দুবারের রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ও পুলিশ এফসি মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। পেশাদার লিগে অংশ নেওয়া ১০টি দলই ফেডারেশন কাপে খেলবে। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান ও রানার্সআপ ঢাকা আবাহনী ‘বি’ গ্রুপে খেলবে। চট্টগ্রাম আবাহনী ও তিনবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নও একই গ্রুপে। বসুন্ধরা কিংস ‘সি’ গ্রুপে। অপর দুই দল হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র ও ফর্টিস এফসি।  ফেডারেশন কাপে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির গ্রুপ ‘এ’। যেখানে রয়েছে বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জ। তিন গ্রুপে শীর্ষ আট ক্লাব কোয়ার্টার ফাইনাল খেলবে। ইউরোপিয়ান ফুটবলে লিগের পাশাপাশি অন্য টুর্নামেন্ট হয়ে থাকে।  লম্বা সময়ে ফেডারেশন কাপ চলবে। ২ এপ্রিল প্রথম, ১৬ এপ্রিল দ্বিতীয়, ২৩ এপ্রিল তৃতীয় ও ৩০ এপ্রিল চতুর্থ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ৭ ও ১৪ মে দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ২১ মে। ১৯৮০ সাল থেকে ফেডারেশন কাপ শুরু হয়েছিল।

 

 

সর্বশেষ খবর