সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের পেসারদের প্রশংসায় ডোনাল্ড

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের পেসারদের প্রশংসায় ডোনাল্ড

ওয়ানডে ক্রিকেটে টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়ে যায়। নিউজিল্যান্ড শেষ ম্যাচে জিতলে হোয়াইটওয়াশের লজ্জা পেতেন শান্তরা। না, লজ্জা নয়, ৯ উইকেটে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই স্মরণীয় জয়ের পেছনে শতভাগ সাফল্য পেসারদেরই। অবিশ্বাস্য বোলিংয়ে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে মাত্র ৯৮ রানে অলআইট করে দিয়েছে টাইগাররা। সবগুলো উইকেট নিয়েছেন পেসাররা। বাংলাদেশের ইতিহাসে এমন অর্জন দ্বিতীয়বার। বাংলাদেশি পেসারদের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত কিছুদিন আগের বিসিবি থেকে চাকরি ছেড়ে দেওয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তিনি দায়িত্ব নেওয়ায় মূলত বাংলাদেশের পেস বোলিংয়ে উন্নয়ন ঘটেছে। অথচ হেড কোচ হাথুরার সঙ্গে বনিবনা না হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুলের একটি ছবি শেয়ার করে ডোনাল্ড লিখেছেন, ‘বাংলাদেশ ইঞ্জিনরুম আজ দারুণ কাজ করেছে। পেসারদের পারফরম্যান্স দেখে শুধু মুগ্ধই হইনি, নিউজিল্যান্ডকে যেভাবে পেয়ে বসেছিল তাতে আমি অবাক। আমি দায়িত্ব থাকা অবস্থায় বলেছি, বাংলাদেশে ভালোমানের পেসার রয়েছে। তাদের স্বাধীনতা দিতে হবে। আমার বিশ্বাস, এই পেসাররা আরও ভালো করবে।’

সর্বশেষ খবর