মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের সামনে ফর্টিস

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের সামনে ফর্টিস

শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। আজ সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও ফর্টিস। ম্যাচটি অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে। এই গ্রুপের অপর দল শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে রহমতগঞ্জ ও পুলিশ এফসি।

বসুন্ধরা কিংস গত মৌসুমে ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানের কাছে হেরে যায়। তবে নতুন মৌসুমে স্বাধীনতা কাপ জেতা দলটি ফেডারেশন কাপের শিরোপাও ঘরে তুলতে চায়। গতকাল বড়দিন উদযাপন করার সময় কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘আমরা স্বাধীনতা কাপ জয় করেছি। ফেডারেশন কাপের জন্যও প্রস্তুত।’ দলের তারকা ফুটবলার রাকিব বলেন, ‘আমরা গত মৌসুমে ফেডারেশন কাপে সেমিফাইনাল খেললেও শিরোপা জিততে পারিনি। আশা করি এবার এই ট্রফি জিততে পারব।’ অস্কার ব্রুজোনের পাশাপাশি সোহেল রানা ও রাকিব বড়দিনের উদযাপনে সবাইকে শুভেচ্ছা জানান।

সর্বশেষ খবর