মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ম্যানইউর মালিকানায় র‌্যাটক্লিফ

ম্যানইউর মালিকানায় র‌্যাটক্লিফ

ব্রিটিশ বিলিয়নিয়ার সার জিম র‌্যাটক্লিফ ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার কিনে নিতে সম্মত হয়েছেন। ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই শেয়ার কিনে নিচ্ছেন তিনি। এর ফলে র‌্যাটক্লিফের ইনিওস গ্রুপের নিয়ন্ত্রণে থাকবে ম্যানইউর ফুটবল অপারেশন্স। ৭১ বছর বয়সী র‌্যাটক্লিফ ৩০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবেন ম্যানইউর স্টেডিয়াম ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের সংস্কার কাজে। এই অর্থ খরচ করা হবে ট্রেনিং গ্রাউন্ডের উন্নতির জন্য। ২০০৫ সালে আমেরিকান ব্যবসায়ী পরিবার গ্ল্যাজার ফ্যামিলি ম্যানইউর মালিকানা ক্রয় করেছিল ৭৯০ মিলিয়ন পাউন্ডে। ২০১৩ সাল থেকে ম্যানইউ লিগ জয় করতে পারেনি। গত কয়েক বছর ধরেই গ্ল্যাজার ফ্যামিলির ওপর ক্ষেপে আছে সমর্থকরা। নানান সময় তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করেছে তারা। গত বছর গ্ল্যাজার ফ্যামিলি ঘোষণা দেয়, তারা মালিকানা ছেড়ে দেবে। অবশেষে র‌্যাটক্লিফ মালিক বনে গেলেন ম্যানইউর।

সর্বশেষ খবর