মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

খাজার সমর্থনে ক্যাপ্টেন কামিন্স

ক্রীড়া ডেস্ক

খাজার সমর্থনে ক্যাপ্টেন কামিন্স

এবার উসমান খাজার পক্ষে কথা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি মনে করেন, ফিলিস্তিনের গাজায় যে মানবিক বিপর্যয় হয়েছে তা সমর্থন করাটা মোটেও ‘আক্রমণাত্মক নয়’ বলে মন্তব্য করেছেন। আজ পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। এ ম্যাচের যে ব্যাট দিয়ে খেলবে সে ব্যাটে ফিলিস্তিনকে সমর্থন করে একটি স্টিকার লাগাতে চেয়েছিলেন। কিন্তু আইসিসি অনুমতি দেয়নি। পাকিস্তানের বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে অনুশীলনের সময় ফিলিস্তিনকে সমর্থন করে যুদ্ধ বন্ধের দাবিতে খাজা জুতায় লিখেছিলেন, ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ ও ‘প্রতিটি জীবনের মূল্য সমান’। আইসিসি মনে করে, রাজনীতি, ধর্ম ও বর্ণবাদ সম্পর্কে তাদের যে নীতি আছে খাজার বার্তা তা লঙ্ঘন করে।

কিন্তু শাস্তির বিষয়টি বুঝতে পেরে তিনি ম্যাচের দিন বার্তাগুলো মুছে দিয়েছিলেন। অবশ্য সেই ম্যাচে তিনি নামেন কালো আর্মব্যান্ড পরে। আইসিসির অনুমতি না নিয়ে কালো আর্মব্যান্ড পরার কারণেও ভর্ৎসনা শুনতে হয়েছে খাজাকে। সতীর্থকে সমর্থন করে প্যাট কামিন্স বলেছেন, ‘আমি উজিকে (উসমান খাজা) সমর্থন করি। সে যা বিশ্বাস করে তাই করেছে এবং সম্মানের সঙ্গেই কাজটি করেছে।’ কামিন্সের দাবি, ‘আমি তো গত সপ্তাহেই এক কথা বলেছি, প্রতিটি জীবনের মূল্য সমান। তাই আমি মনে করি না এই কথায় আপত্তিকর কিছু বিষয় আছে।’

তবে কামিন্স আইসিসির নিয়মের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘অবশ্যই এ বিষয়ে আইসিসির নিয়ম আছে। আমি বিশ্বাস করি, আইসিসি দেখে শুনে অবগত হয়েই বিষয়টিতে অনুমোদন দেননি। আর আইসিসির নিয়ম তো আপনাকে মানতেই হবে।’

সর্বশেষ খবর