বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আরও একটি প্রথমের অপেক্ষা

রাশেদুর রহমান

আরও একটি প্রথমের অপেক্ষা

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়। এমন এক জয়, যার তুলনা বাংলাদেশের ইতিহাসে কমই আছে। ১০০ ওভারের ম্যাচে দুই দল খেলেছে কেবল ৪৬ ওভার ৫ বল। ৯ উইকেটের জয়টাও ছিল কী দূরন্ত! যারা একটু রয়ে-সয়ে শেষদিকের রোমাঞ্চ উপভোগ করার আশায় দেরিতে ম্যাচ দেখতে বসেছিলেন, তারা অবাক হয়েছেন। ম্যাচটা তার আগেই যে শেষ হয়ে গিয়েছিল! সেই ম্যাচের দারুণ সুখানুভূতি নিয়ে কয়েক দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা ফুরফুরে মেজাজে সময় কাটিয়েছেন। মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন টি-২০ সিরিজের জন্য। তিন ম্যাচের টি-২০ সিরিজে লড়াই করবে দুই দল। নেপিয়ারে আজ প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

নেপিয়ার। বাংলাদেশের ক্রিকেট ডায়েরিতে নিউজিল্যান্ডের এই শহরের নাম সোনালি হরফেই লেখা থাকবে। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচে ৯৮ রানে স্বাগতিকদের অলআউট করার ঘটনা খুব বেশি নেই। বাংলাদেশের আগে দুবার অস্ট্রেলিয়া এবং একবার শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে ১০০ রানের কমে অলআউট করেছে। এমন এক গৌরব অর্জনের পর টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ওয়ানডেতে যেমন প্রথম জয়ের দেখা পেয়েছে টাইগাররা, তেমনি কি টি-২০ ক্রিকেটেও নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পাবে!

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে এর আগে নয়বার খেলতে নেমেছে বাংলাদেশ। প্রতিবারই পরাজয় সঙ্গী হয়েছে। নেপিয়ারে দুই দল এর আগে দুবার টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। ২০১৭ সালে এই মাঠে প্রথমবার টি-২০ ম্যাচ খেলতে নামে দুই দল। সেই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৫২ রান করেন। জবাব দিতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের অপরাজিত ৭৩ রানের ইনিংসে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন কিউইরা। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছিলেন উইলিয়ামসনই। সে বছর তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর ২০২১ সালে নেপিয়ারে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয় দুই দল। এবার প্রথমে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে তারা। এরপর বৃষ্টি নামলে ম্যাচ গড়ায় কার্টেল ওভারে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৭১ রান। টাইগাররা ৭ উইকেটে ১৪২ রান করে। সেই ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। ম্যাচসেরার পুরস্কারও পান তিনিই। সৌম্য সরকার ৫১ রান করেও বাংলাদেশকে জেতাতে পারেননি।

নিউজিল্যান্ডের মাটিতে এ ছাড়া আরও সাতটি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ক্রাইস্ট চার্চে দুটি, মাউন্ট মঙ্গানুইয়ে দুটি, হ্যামিল্টনে দুটি এবং অকল্যান্ডে একটি টি-২০ ম্যাচ খেলে দুই দল। সবকটিতেই বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। তবে অতীতের গতিধারা বদলে গেছে। ওয়ানডে ম্যাচে সেই প্রমাণও দিয়েছেন নাজমুল হোসেন শান্তরা।

টি-২০ ক্রিকেটে অতীত রেকর্ডটা মাথায় রেখেই আজ খেলতে নামবে বাংলাদেশ। কোচ হাথুরাসিংহে বলেন, ‘আমরা টি-২০ ক্রিকেটের রেকর্ডটা জানি। ওয়ানডেতেও রেকর্ডটা এমনই ছিল।’ ভালো ক্রিকেট খেলে দলকে জয় উপহার দেওয়াই লক্ষ্য টাইগারদের। বিশেষ করে ওয়ানডেতে দারুণ জয়টা মানসিকভাবে দলকে অনেক ভালো অবস্থায় রেখেছে বলে জানালেন কোচ। হাথুরাসিংহে বলেন, ‘অবশ্যই মানসিকভাবে এটা (ওয়ানডে জয়) সহায়তা করবে। ভালো একটি জয়ের পর সবসময় ভালো অনুভূতি থাকে। আবার তা করার তাড়না থাকে। সংস্করণ যেটাই হোক, ওই জয় টি-২০ সিরিজে ভালো করতে আমাদের সহায়তা করবে।’ কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজই নয়, কোচের দৃষ্টি বিশ্বকাপে। আগামী বছরের জুনে আমেরিকায় হবে টি-২০ বিশ্বকাপ। হাথুরাসিংহে বলেন, ‘আমাদের লক্ষ্য রাখতে হবে বিশ্বকাপেও। আমরা চেষ্টা করছি বিশ্বকাপের জন্য পরিকল্পনা ঠিক করে নিতে। ১১টি ম্যাচ আছে আমাদের হাতে। পাশাপাশি বিপিএলও আছে। আমরা চেষ্টা করছি সমন্বয় ঠিক রাখতে। বিশ্বকাপে যে ক্রিকেটার যে ভূমিকা রাখবে তা বুঝিয়ে দিতে।’

ইনজুরির কারণে নিউজিল্যান্ড উইলিয়ামসন ও কাইল জেসিমনদের আজ দলে পাচ্ছে না। তারপরও নিজেদের মাটিতে কিউইরা ভয়ংকর এক প্রতিপক্ষ। সেই ভয়ংকর দলটাকেই পরাজিত করার প্রত্যয় নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা। সিরিজের পরের দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ ডিসেম্বর।

সর্বশেষ খবর