বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জিতলেও কিংসকে ভুগিয়েছে ফর্টিস

ক্রীড়া প্রতিবেদক

জিতলেও কিংসকে ভুগিয়েছে ফর্টিস

মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। এবিজি বসুন্ধরা পেশাদার ফুটবল লিগেও টানা চারবারের চ্যাম্পিয়নরা শুরুটা করেছে সহজ জয়ে। গতকাল এবিজি ফেডারেশন কাপেও শুরুটা করেছে জয়ে। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে পরাজিত করেছে পাশাপাশি অবস্থিত ক্লাব ফর্টিসকে। প্রথমার্ধে ১১ মিনিটে ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েলটন গোমেজের গোলে তারা পুরো ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে কিংস জয় পেলেও দুর্বল প্রতিপক্ষ ফর্টিস বেশ ভুগিয়েছে। কম সময়ের মধ্যে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বেন রবসন, ডরিয়েলটনরা। কিন্তু ফর্টিসও একেবারে ছেড়ে কথা বলেনি।

একটা বিষয় লক্ষণীয়, গোপালগঞ্জ ভেন্যুতে কেন জানি কিংস তাদের চেনা রূপে খেলতে পারে না। গতবার এখানেই ঢাকা মোহামেডানের কাছে ০-১ গোলে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছিল। গতকাল পেল ঘাম ঝরানো জয়। বলে রাখা ভালো, গোপালগঞ্জ এবার ঢাকা আবাহনীর ভেন্যু। ২০১৮-১৯ মৌসুমে পেশাদার ফুটবলে আগমনের পর বসুন্ধরা কিংসের প্রথম আসর ছিল ফেডারেশন কাপ। সেবার ফাইনালে ঢাকা আবাহনীর কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ড্যানিয়েল কলিনড্রেসদের। পরের দুই মৌসুমে ফেডারেশন কাপে টানা দুবার চ্যাম্পিয়ন হয়। এটিও ঘরোয়া ফুটবলে রেকর্ড। এত অল্প সময়ে কোনো নবাগত দল টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারেনি। হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ থাকলেও বাফুফের অসৌজন্যমূলক আচরণে সেবার ফেডারেশন কাপ বয়কট করে বসুন্ধরা কিংস।

চলতি মৌসুমে কিংসের টার্গেট ট্রেবল শিরোপা। এজন্য লিগ ও ফেডারেশন কাপের গুরুত্ব অনেক। গতকালের ম্যাচের উল্লেখযোগ্য বিষয় ছিল শাস্তি কাটিয়ে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর মাঠে ফেরা। মালদ্বীপকান্ডের পর কিংস ও জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। ১১ মিনিটে গোলের সূচনা হয়। টুটুল হোসেন বাদশা ফর্টিসের দুর্গে লম্বা বল ফেলেছিলেন। ডরিয়েলটন সেই বল ধরেই গোলরক্ষক আজাদের ডান পাশ দিয়ে জালে জড়ান। ৩৬ মিনিটে সমতায় ফিরতে পারত ফর্টিস। কিংসের তিন ফুটবলারকে কাটিয়ে বক্সে ঢুকে আরমান যে শট নেন জিকো তা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ভাগ্য ভালো, ববুরবেক সেই বল ক্লিয়ার করেন।

১ গোলে কোনো ভরসা নেই। তাই মনে হচ্ছিল দ্বিতীয়ার্ধে গোল বাড়াতে কিংস মরিয়া হয়ে লড়বে। তবে ফর্টিসের গোলরক্ষক ও ডিফেন্ডাররা এ ক্ষেত্রে দৃঢ়তার পরিচয় দেন। তবু রাকিব, ডরিয়েলটন, রবসন, বদলি মোরসালিন সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি। শেষ ১৫ মিনিটে কিংসকে নাড়িয়ে দিয়েছিল ফর্টিস। শেষের দিকে দুটি কর্নার পায় তারা। সুযোগ কাজে লাগাতে না পারায় হেরেই মাঠ ছাড়তে হয়। অন্যদিকে মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আসরের ‘এ’ গ্রুপের ম্যাচে পুলিশ এফসি ও রহমতগঞ্জ ২-২ গোলে ড্র করে।

সর্বশেষ খবর