বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেঞ্চুরিয়নে রাবাদার বিধ্বংসী বোলিং

ক্রীড়া ডেস্ক

সেঞ্চুরিয়নে রাবাদার বিধ্বংসী বোলিং

দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়াই করছে দক্ষিণ আফ্রিকা-ভারত। সেঞ্চুরিয়নে গতকাল থেকে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। প্রথম দিনটা ভালো কাটেনি ভারতের। কাগিসো রাবাদার কাছে অসহায় হয়ে পড়েন রোহিত শর্মারা। প্রথম দিন শেষে ৫৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান করে ভারত। লোকেশ রাহুল একাই লড়ে যান সারা দিন। তিনি ৭০* রানে উইকেটে টিকে আছেন। চা বিরতির কিছুক্ষন পর বৃষ্টি নামলে প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ার।

ভারতের ইনিংসে প্রথম আঘাত হানেন কাগিসো রাবাদা। দলীয় ১৩ রানেই রোহিত শর্মাকে (৫) আউট করেন তিনি। ভারতীয় অধিনায়ক নান্দ্রে বার্গারের হাতে ক্যাচ দেন। বিরাট কোহলি ৩৮ ও শ্রেয়াস আইয়ার ৩১ রানে আউট হন। কোহলি ও আইয়ারের উইকেট শিকার করেন রাবাদা। নান্দ্রে বার্গার শিকার করেন জয়সওয়াল (১৭) ও শুভমন গিলের (২) উইকেট। শার্দূল ঠাকুরকে ২৪ রানে সাজঘরে ফেরান রাবাদা। বুমরাহকে (১) আউট করেন মারকো জানসেন। রাবাদা ১৭ ওভারে ৪৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। নান্দ্রে ৫০ রানে শিকার করেন ২ উইকেট। ভারতীয় ইনিংসে একমাত্র লোকেশ রাহুলই হাফ সেঞ্চুরি করেন। তার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়েই ২০০ রান পাড়ি দেয় ভারত।

সর্বশেষ খবর