শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের গৌরবের জয়

আসিফ ইকবাল

বাংলাদেশের গৌরবের জয়

তাসমান সাগর পাড়ের দেশ নিউজিল্যান্ড এখন আর অপরাজেয় রইল না। দেশটির টেস্ট, ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটের সব দুর্গে লাল-সবুজ পতাকা উড়ছে এখন। গত বছরের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবার পতাকা উড়িয়েছিল বাংলাদেশ। এবার চলমান সিরিজে উড়াল ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে। পাঁচ দিন আগে নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে ওয়ানডেতে জিতেছে। টানা ১৮ ম্যাচ হারের পর নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারিয়েছে টাইগাররা। এবার টানা ৯ টি-২০ ম্যাচ হারের পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পেল। গতকাল ওয়ানডের পর টি-২০ ম্যাচেও বাংলাদেশ জিতেছে নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে। ঐতিহাসিক জয়ে দুরন্ত পারফরম্যান্স করেছে টাইগার ক্রিকেটাররা। দলকে দারুণ নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নাজমুলের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসদের। মেহেদি হাসানের অলরাউন্ডিং পারফরম্যান্স, শরিফুল ইসলামের বিধ্বংসী বোলিং ও লিটন দাসের প্রত্যয়ী ব্যাটিংয়ে বাংলাদেশ ৫ উইকেটের জয় পায় ৮ বল হাতে রেখে। গোটা দলকে এক সুতোয় বেঁধে দারুণ নেতৃত্ব দিয়েছেন নাজমুল শান্ত। শান্তর অধিনায়কত্বে নিউজিল্যান্ডকে টেস্ট, ওয়ানডের পর টি-২০ ক্রিকেটেও হারিয়েছে বাংলাদেশ। গতকাল নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে ঐতিহাসিক জয়ের পর দারুণভাবে উচ্ছ্বসিত টাইগার অধিনায়ক, ‘এমন জয়ে অবশ্যই অনেক খুশি, অনেক বেশি গর্বিত। রোমাঞ্চকর অনুভূতি।’

টি-২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠ মিরপুরে ৫ ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুই দলের সিরিজটি জিতেছে বাংলাদেশ ৩-২ ব্যবধানে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে এটাই এখন পর্যন্ত একমাত্র সিরিজ জয়। গতকাল অসাধারণ এক জয়ের পর নাজমুল বাহিনী এখন স্বপ্ন দেখছে সিরিজ জয়ের। তিন ম্যাচ টি-২০ সিরিজের বাকি দুটি মাউন্ট মঙ্গানুইয়ে ২৯ ও ৩১ ডিসেম্বর। এই মাউন্ট মঙ্গানুইয়েই ২০২২ সালের জানুয়ারিতে দেশটির বিপক্ষে টেস্ট জিতেছিল টাইগাররা। এবার টি-২০ জয়ের পালা।

২৩ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছিল নাজমুল বাহিনী। বাংলাদেশের ৩৯ বছরের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বারের মতো পেসাররা কোনো ওয়ানডেতে ১০ উইকেট নেন। চার পেসার-শরিফুল, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও সৌম্য সরকার দারুণ বোলিং করে স্বাগতিকদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়েছিলেন। জয় তুলে নিয়েছিলেন ২০৯ বল হাতে রেখে। ঐতিহাসিক ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে নাজমুল বাহিনী গতকাল খেলতে নামে টি-২০ ম্যাচে। নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে টস জিতে টাইগার অধিনায়ক নাজমুল প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। নতুন বলে মেহেদি হাসান অফ স্পিনে এবং শরিফুল সুইংয়ে নাজেহাল করে ছাড়েন স্বাগতিক ব্যাটারদের। ২০ রানে প্রতিপক্ষের ৪ উইকেট তুলে বিপর্যয়ের পথে ঠেলে দেন। ৫০ রানে ৫ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় নাজমুল বাহিনী। সেখান থেকে বেরোনোর চেষ্টা করেও বের হতে পারেনি স্বাগতিকরা। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে। সেটা টপকে যায় টাইগাররা কোনো হাফ সেঞ্চুরির ইনিংস ছাড়াই। সর্বোচ্চ ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার লিটন দাস। এ ছাড়া অধিনায়ক শান্ত ১৪ বলে ১৯, সৌম্য ১৫ বলে ২২ ও ম্যাচসেরা মেহেদি ১৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। বোলিংয়ে ৪ ওভারের স্পেলে ৩ উইকেট নেন শরিফুল। মেহেদি ১৪ রানের খরচে নেন ২ উইকেট। মুস্তাফিজুর রহমান ১৫ রানে ২টি এবং একটি করে উইকেট নেন রিশাদ ও তানজিম সাকিব। দলে বোলারদের ভূয়সী প্রশংসা করেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত, ‘বোলিং পারফরম্যান্স দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, বোলাররা দ্রুত শিখেছে। নতুন বলে শরিফুল, তানজিম সাকিব খুব ভালো বোলিং করেছে। শেখ মেহেদির পারফরম্যান্সে মুগ্ধ। এই কন্ডিশনে সে খুব ভালো বোলিং করেছে।’ ১৩৪ রানে আটকে জয়ের ভিত তৈরি করে নিয়েছিল টাইগাররা। তারপরও নিউজিল্যান্ড কন্ডিশনে ১৩৪ রান একেবারে কম নয়। রোমাঞ্চকর টার্গেট বলেন টাইগার অধিনায়ক, ‘শেষ দিকে চাপ বোধ করাই ক্রিকেটের সৌন্দর্য। আমার মতে, এ ধরনের দলের বিপক্ষে এমন কন্ডিশনে এটি সব সময়ই চ্যালেঞ্জিং। তবে তাদের ১৩৪ রানে আটকে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং ছেলেরা তা করে দেখিয়েছে।’

ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী ॥ ম্যাচসেরা : শেখ মেহেদি হাসান ॥ সিরিজ : তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর