বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ক্ষোভে জ্বলছেন হকি খেলোয়াড়রা

ক্রীড়া প্রতিবেদক

ক্ষোভে জ্বলছেন হকি খেলোয়াড়রা

ক্রিকেট ও ফুটবলে লোকাল আর আন্তর্জাতিক আসরে নিয়মিত খেলছেন খেলোয়াড়রা। এমনকি হ্যান্ডবল বা অন্যন্য খেলাও মাঠে গড়াচ্ছে। এ ক্ষেত্রে ব্যতিক্রম শুধু হকি। ক্রিকেট ও ফুটবলের পর হকি দেশে বড় ও জনপ্রিয় খেলা। অথচ এ খেলার কার্যক্রম শূন্যই বলা যায়। আন্তর্জাতিক আসর হলে বিদেশে যেতে কর্মকর্তাদের হিড়িক পড়ে যায়। অথচ লোকাল আসরে খবর নেই। জনপ্রিয় আসর ক্লাব কাপের তো মনে হয় বিলুপ্তিই ঘটেছে। প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ অন্ধকারে। যেভাবে হোক নির্বাচনে জেতার পর মমিনুল হক সাঈদ বলেছিলেন, ‘শুধু পুরুষ নয়, এবার থেকে নিয়মিত মেয়েদের লিগ হবে।’ তা আর বাস্তবে রূপ নেয়নি।

দীর্ঘদিন ধরে লিগ না হওয়ায় খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়েছেন এটাই স্বাভাবিক। কেননা এই লিগ খেলেই তো তারা কমবেশি আয় করেন। এখন তো তারা অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ কেউ হকি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনাও করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের এক খেলোয়াড় জানালেন, ‘নির্বাচন বিতর্কিত না সুষ্ঠু হয়েছে তাতে আমাদের মাথাব্যথা নেই। পাঁচ বছরে ফেডারেশন একবার মাত্র লিগ আয়োজন করেছে। এ কি মানার মতো? কতদিন আমরা বেকার হয়ে বসে থাকব। ক্রিকেট ও ফুটবল তো নিয়মিত মাঠে গড়াচ্ছে। কর্মকর্তারা তা কি দেখেন না? ধৈর্য আমরা কম ধরিনি। এখন আর পারছি না। প্রতিবাদ জানানোর সময় এসেছে। খেলোয়াড়রা ঐক্যবদ্ধ হয়ে খুব শিগগিরই বৈঠকে বসবেন। সেখানে ঠিক হবে আমাদের করণীয় কী। কর্মকর্তারা যদি না পারেন দায়িত্ব ছেড়ে দিয়ে ফেডারেশনে তালা ঝুলিয়ে ক্রীড়া পরিষদকে চাবি বুঝিয়ে দিক। এই পরিস্থিতি আর মানতে পারছি না।’

 

 

সর্বশেষ খবর