বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাইগারদের প্রশংসায় স্যান্টনার

ক্রীড়া প্রতিবেদক

টাইগারদের প্রশংসায় স্যান্টনার

বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নেপিয়ার এখন পয়মন্ত ভেন্যু। নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে প্রথমে ওয়ানডে এবং সর্বশেষ টি-২০ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। এই দুই জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশটির মাটিতে জয়ের সার্কেল পূর্ণ করেছে টাইগাররা। ২০২২ সালের জানুয়ারিতে টেস্ট এবং এবার ওযানডে ও টি-২০ জিতেছে। গতকাল স্বাগতিক নিউজিল্যান্ডকে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হারায় ৫ উইকেটে। নাজমুল শান্তরা যখন জয়োৎসবে মেতেছে, তখনো স্কোর বোর্ড জানাচ্ছিল ৮ বল বাকি। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ঐতিহাসিক টি-২০ জয়ে উল্লাসিত শরিফুল ইসলাম, মেহেদি হাসান, লিটন দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানরা। টাইগার দুই বোলারের ভূয়সী প্রশংসা করেন স্বাগতিক স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার, ‘বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে। হার্ড লেংথে করেছে। ক্রস ব্যাটে খেলা কঠিন ছিল। আশা করি, মাউন্ট মঙ্গানুইয়ে ভিন্ন উইকেটে আমরা ভালো কিছু করতে পারব। বিশেষ করে শরিফুল ও মেহেদি দারুণ বোলিং করেছেন।’ কেন উইলিয়ামস ও টম ল্যাথাম খেলছেন না। তাদের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন স্যান্টনার। ব্যাট হাতে ২২ বলে ২৩ রান এবং ৪ ওভারের স্পেলে ১৬ রানের খরচে নেন ১ উইকেট।     

সর্বশেষ খবর